Inqilab Logo

বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হিলিতে আনসার ভিডিপি সদস্যদের দশ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠিত

হিলি সংবাদদাতা | প্রকাশের সময় : ৩০ মার্চ, ২০১৯, ৫:৪৫ পিএম

নির্বাচন কালীন সময়ে, দেশের দুর্যোগ ও আপদ কালীন সময়ে আনসার ভিডিপি সদস্যদের কাজে লাগাতে তাদের দক্ষ বাহিনী হিসেবে গড়ে তুলতে দিনাজপুরের হিলিতে দশদিন ব্যাপী গ্রামভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে হাকিমপুর উপজেলা আনসার ভিডিপি কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এই প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত হয়। এতে দুই ধাপে দশ দিন করে ১২৮জন আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে প্রশিক্ষণ শেষে সনদপত্র ও ভাতা প্রদান করা হয়।

হাকিমপুর উপজেলা আনসার ও ভিডিপির ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজেনা পারভীনের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর দিনাজপুর জেলা কমান্ড্যান্ট আফজাল হোসেন, হিলি-১৮ আনসার ব্যাটালিয়নের অধিনায়ক মমিন হোসেনসহ অনেকে।

এতে জাতীয় সংসদ নির্বাচন থেকে শুরু করে উপজেলা, পৌর, ইউনিয়ন পরিষদ নির্বাচনে সুন্দরভাবে তাদের দায়ীত্ব পালনসহ দেশের দুর্যোগ ও আপদ কালীন সময়ে আনসার ভিডিপি সদস্যদের কাজে লাগাতে তাদের দক্ষ বাহিনী হিসেবে গড়ে তুলতে বিভিন্ন ধরনের প্রশিক্ষন দেওয়া হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কর্মশালা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ