Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভবন থেকে স্ত্রীকে ফোন ‘আমাকে ক্ষমা করে দিও’

মির্জাপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩১ মার্চ, ২০১৯, ১২:০৫ এএম

‘আমাদের ভবনে আগুন লেগেছে। এই মুহুর্তে আগুন দাউদাউ করে জলছে। এখান থেকে বেরুতে পারবো কি না জানি না। আমার জন্য সবাই দোয়া করো এবং মাফ করে দিতে বলো’। গত বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বনানীর এফআর টাওয়ারে অগ্নিকাÐে আটকা পড়ার পর মির্জাপুরের নাহিদুল ইসলাম তুষার তার স্ত্রী মাহমুদা আক্তার নদীকে ফোনে এসব কথা বলেন। তুষার এফআর টাওয়ারের দশ তলায় হ্যারিটেজ ট্রাভেলস এজেন্সিতে চাকরি করতো। সে সেখানে কম্পিউটার ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন। গত চার বছর আগে মাহমুদার আক্তার নদী ও তুষারের দাম্পত্য জীবন শুরু হলেও তাদের কোন সন্তান ছিলো না।
তুষার মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের মো. ইছাক আলী মিয়ার ছেলে। ভবনে আটকা পড়ার পর মোবাইল ফোনে তার বাবা এছাক আলী, মা নুরুন্নাহার, বড় ভাই তুহিন ছোট ভাই শিশিরের সঙ্গেও কথা বলেন। এ সময় সে তাকে বাঁচার জন্য তাদের কাছে সাহায্য চান। ভাইয়ের লাশ সামনে নিয়ে ছোট ভাই তুহিন বিপদগ্রস্থ ভাই সাহায্য করতে না পারার জন্য বুক চাপড়ে বিলাপ করতে থাকেন। বেলা দুইটার দিকে স্ত্রী নদীর সঙ্গে ফোনে কথা বলার সময় তার কাছে ক্ষমা চান। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ হয়ে যায়।
গত বৃহস্পতিবার রাতে বনানী থেকে তুষারের লাশ মির্জাপুরের ভানুয়াবহ গ্রামের বাড়িতে পৌঁছালে শতশত মানুষ সেখানে ভীরজমায়। এ সময় সেখানে এক হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়। গতকাল শুক্রবার সকাল দশটায় গ্রামের বাড়িতে তার নামাজে জানাজা শেষে সামাজিক কবরাস্থানে তাকে দাফন করা হয়েছে। জানাজায় এলাকার শতশত মানুষ অংশ নেন।
এদিকে বনানীর এফআর টাওয়ারের অগ্নিকাÐে মির্জাপুরের ছেলে তুষার নিহত হওয়ার খবরে তার রুহের মাগফিরাত কামনা করে পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা একাব্বর হোসেন এমপি।

 

 



 

Show all comments
  • Minhaj ৩০ মার্চ, ২০১৯, ২:০৭ এএম says : 0
    Inna lillahi wa inna ilayhi raji'un. May the Almighty Allah grant him Jannat & helps to heal the grief of his family.
    Total Reply(0) Reply
  • Satya Haque ৩০ মার্চ, ২০১৯, ২:০৭ এএম says : 0
    মানুষও আর বসবাসযোগ্য ঢাকা শহরের মুখ কোনদিন দেখবে না।
    Total Reply(0) Reply
  • MD. AL - AMIN ৩০ মার্চ, ২০১৯, ২:০৮ এএম says : 0
    কষ্ট পেলাম খবরটা পড়ে।
    Total Reply(0) Reply
  • Satya Haque ৩০ মার্চ, ২০১৯, ২:০৮ এএম says : 0
    ওদের লোভের আগুনে জলে পুড়ে মরে আমরা শেষ হয়ে যাবো। তবু ওদের লোভ থামানোর কেও নেই।
    Total Reply(0) Reply
  • Mohammad Ali Refai ৩০ মার্চ, ২০১৯, ২:০৮ এএম says : 0
    মিথির বাবা মাসুদুর রহমান কে বলতে চায়..আঙ্কেল আপনি বাংলাদেশ কে ক্ষমা করে দিন।সন্তান হারানোর যন্ত্রণার এই ভার আপনি আজীবন বয়ে বেড়াবেন,কিছু "গতানুগতিক শোক বাক্য" এবং "নীতি কথা ছাড়া" এই জাতি আপনাকে সন্তানকে অকালে কার কর্তব্যহীনতায় হারাতে হলো তার কোনো সদুত্তর দেবে না! শুধু আপনি নন,এটা আমাদের সকলেরই নিয়তি!!
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভবন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ