পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
রাজধানীর বনানীতে ভয়াবহ অগ্নিকান্ডের রেশ না কাটতেই একদিন পরে আবারও বনানী এলাকায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। তবে আগুন ছড়িয়ে পরার আগেই ভবনের বাসীন্দা ও ফায়ার সার্ভিস মিলে নিভিয়ে ফেলে। গতকাল দুপুর আড়াইটার দিকে বনানীর ২৩ নম্বর সড়কের ৪৩ নম্বর ৬ তলা বাড়িতে এ আগুন লাগে। এদিকে, আগুনের খবর ছড়িয়ে পড়লে আতঙ্কে হয়ে ভবনের বাসীন্দারা হুড়োহুড়ি করে নিচে নেমে আসেন।
ফায়ার সার্ভিস সদর দফতরের সিনিয়র স্টেশন ম্যানেজার শাহজাহান শিকদার বলেন, দুপুর আড়াইটার দিকে আগুনের খবর পেয়ে এফআর টাওয়ারে কর্মরত ফায়ার সার্ভিসের কর্মীরা ভবনটিতে ছুটে যায়। তবে আগুন ছড়িয়ে পড়ার আগেই ভবনের বাসীন্দা ও ফায়ার সার্ভিস আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হয়।
তিনি বলেন, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যাওয়ার আগেই ভবনটির বাসিন্দারা আগুন প্রায় নিভিয়ে ফেলেন। ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে পুরোপুরি নিভিয়ে নির্বাপন করেন। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। এছাড়া আর কোন আশঙ্কা নেই বলেও তিনি জানান। ৬ তলা ভবনটির ভবনটির চারতলার রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত।
ভবনটির পাঁচতলার বাসিন্দা মুন্নি বেগম বলেন, চারতলার রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত। পরে বাসীন্দারা গিয়ে তা নিভিয়ে ফেলে। আগুন লাগার পর ছড়িয়ে পরলে আবাসিক ভবনটিতে থাকা লোকজন আতঙ্কিত হয়ে দ্রæত রাস্তায় নেমে আসেন। এখনো সবার মধ্যে এক ধরণের আতঙ্ক কাজ করছে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার দুপুর ১২টা ৫৫ মিনিটে বনানীর ২১ তলা বিশিষ্ট এফআর টাওয়ারের ৯ তলায় অগ্নিকাÐের ঘটনা ঘটে। পরে তা ভবনের অন্যান্য ফ্লোরে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট আগুন দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় গতকাল পর্যন্ত ২৫ জনের লাশ উদ্ধার ও প্রায় শ’খানিক লোক আহত হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।