Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘গ্রাম হবে শহর’ এ লক্ষ্যে কাজ করছে সরকার

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী

আনোয়ারা (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৩০ মার্চ, ২০১৯, ১২:০৩ এএম

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেছেন, আওয়ামী লীগের নির্বাচনী অঙ্গীকার ‘গ্রাম হবে শহর’ এ স্লোগানকে সামনে রেখে শেখ হাসিনার সরকার কাজ করছে। শহরের সুবিধা এখন গ্রামে পাওয়া যাচ্ছে। পাকা সড়কের মাধ্যমে গ্রামকে জেলা-উপজেলা শহরের সঙ্গে সংযুক্ত করা হচ্ছে। ছেলেমেয়েদের উন্নত পরিবেশে লেখাপড়ার সুযোগ তৈরি করা হচ্ছে। তাদের কর্মসংস্থানের জন্য উপজেলায় কলকারখানা গড়ে তোলা হচ্ছে। গতকাল শুক্রবার উপজেলার রায়পুর ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দুই দিন ব্যাপী সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আবু ছাদেক চৌধুরী খোকনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলন আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মান্নান চৌধুরী, সাধারণ সম্পাদক এম এ মালেক, রায়পুর ইউনিয়নের চেয়ারম্যান জানে আলম, বারশত ইউনিয়নের চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ ও বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ছিদ্দিক আহমদ। প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে স্মৃতিচারণ করেন মোশাররফ হোসেন, আনোয়ার হোসেন, প্রকৌশলী এস এম শাহজাহান, এস এম জামাল উদ্দিন, ছালেহ জহুর, নুরুল আলম। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফরিদুল আলম অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ‘গ্রাম হবে শহর’
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ