Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এস কে সিনহার কারণে চট্টগ্রামে সার্কিট বেঞ্চ হয়নি

চট্টগ্রামে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী

চট্টগ্রাম ব্যুরো : | প্রকাশের সময় : ৩০ মার্চ, ২০১৯, ১২:০৪ এএম

সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার কারণে চট্টগ্রামে হাইকোর্টের সার্কিট বেঞ্চ হয়নি উল্লেখ করে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী অ্যাভোকেট শ ম রেজাউল করিম বলেছেন, তার একগুঁয়েমির কারণে সার্কিট বেঞ্চ দেয়ার পথে প্রতিবন্ধকতা তৈরি হয়। বিষয়টি নিয়ে চট্টগ্রামের দু’জন আইনজীবীসহ সাবেক বিচারপতি এস কে সিনহার কাছে গিয়েছিলাম। বলেছিলাম, আমরা ঢাকায় প্র্যাক্টিস করি। চট্টগ্রামে সার্কিট বেঞ্চ দরকার। কিন্তু তিনি আমাদের কথা শুনেননি। বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নব নির্বাচিত কার্যনির্বাহী পরিষদের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, আমি আইনজীবীদের দলের সদস্য। আইনজীবীদের স্বার্থ যেখানে আছে, আমি সেখানে আছি। আইনজীবীদের প্রতিকূলতা বা প্রতিবন্ধকতা যেখানে আছে, আমি সেখানে আছি। জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এ এস এম বদরুল আনোয়ারের সভাপতিত্বে অভিষেক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন, জেলা ও দায়রা জজ মো. ইসমাইল হোসেন।
স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক মো. আইয়ুব খান। আরও বক্তব্য দেন জেলা আইনজীবী সমিতির বিদায়ী সভাপতি অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. নাজিম উদ্দিন চৌধুরী, বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট মুহাম্মদ দেলোয়ার হোসেন চৌধুরী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। অনুষ্ঠানে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির কার্যকরী সদস্যসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সার্কিট বেঞ্চ হয়নি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ