রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
পার্বতীপুর-ফুলবাড়ী আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ফিজার এমপি বলেন, সরকারের অর্থ সহায়তায় যেমন শিক্ষকদের জীবন মানের উন্নয়ন হচ্ছে তেমনি শিক্ষকগনও স্ব স্ব প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীদের আইসিটি প্রযুক্তিতে দক্ষ হিসেবে গড়ে তুলতে প্রয়োজনে শিক্ষক ও অভিভাবকগনের সমন্বিত উদ্যোগে চুক্তি ভিত্তিক অতিরিক্ত দুইজন আইসিটি শিক্ষক নিয়োগ দিতে পারেন। বিদ্যালয়ের পাঠদান শেষে ছাত্র-ছাত্রীদেরকে আইসিটি প্রযুক্তিতে প্রশিক্ষণ দেয়া হলে পরীক্ষায় উত্তীর্ন হওয়ার সাথে সাথে তারা এই প্রযুক্তিতে দক্ষ হয়ে উচ্চতর পর্যায়ে শিক্ষা অর্জন করতে তাদের কোন বেগ পেতে হবে না। তিনি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের মন্ত্রী থাকাকালীন নিজ আসনের সকল বিদ্যালয়ের ছাত্র/ছাত্রীদের দুপুরের খাওয়ার প্রচলন চালু করার পর এখন দেশব্যাপী এই নিয়ম চালু হয়েছে। যা জাতীয় সংসদেও প্রশংসিত হয়েছে। এই নিয়মটির ফলে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা সুস্থ্য মনে বিদ্যালয়ে পাঠদান করতে পারছেন।
গত বৃহস্পতিবার বিকালে পার্বতীপুর উপজেলার মন্মথপুর আইডিয়াল ডিগ্রী কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়, বার্ষিক সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিদ্যালয়ে শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা বিদ্যালয়ে দ্বিতল ভবন বরাদ্দের দাবি তুললে প্রধান অতিথি তাদের দাবি বাস্তবায়নে নিশ্চয়তা দেয়ার পাশাপাশি উপরোক্ত মন্তব্য করেন। তিনি বলেন, কলেজের নিজস্ব খরচে আইসিটি প্রযুক্তিতে ছাত্র ছাত্রীদেরকে দক্ষ হিসেবে গড়ে তুলতে পারলে আপনাদের কলেজের সুনাম পার্বতীপুর পেরিয়ে সারাদেশে ছড়িয়ে যাবে। আপনাদের অনুকরনে গোটা দেশের কলেজসমুহ একই নিয়ম চালু করলে দেশের মানুষ উপকৃত হবে। তখন আর কারও কাছে কোন কিছুর বরাদ্দ চাইতে হবে না। বরং সরকারি বেসরকারি সাহায্য সংস্থাগুলি আপনাদের দরজায় সাহায্য দিতে কড়া নাড়বে। কলেজ ম্যানেজিং কমিটির সভাপতি নুরুল আমিন সরকারের সভাপতিত্বে অনুষ্টানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পার্বতীপুর উপজেলার নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান হাফিজুল ইসলাম প্রামানিক, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আবুল কালাম আজাদ, ডা. ওয়াহেদুল হক, দিনাজপুর সরকারি কলেজের সহকারী অধ্যাপক শরিফুল ইসলাম, কলেজের অধ্যক্ষ আমিনুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ও সুধীজন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।