বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩০ বছর থেকে বাড়িয়ে ৩৫ বছর করার দাবিতে ফের শাহবাগে কর্মসূচি পালন করেছে দীর্ঘদিন যাবত এ দাবিতে আন্দোলন করে আসা চাকরি প্রত্যাশীরা। গতকাল শুক্রবার বিকেল ৩টায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে জড়ো হয় আন্দোলনকারীরা। তাদের দাবি, সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা বাড়ানোর জন্য গত বছরের ২৭ জুন, ১০ সেপ্টেম্বর ও সর্বশেষ ১১ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সুপারিশ স্বত্তেও বয়স না বাড়ানোটা অযৌক্তিক। দাবি আদায় না হওয়ার আগ পর্যন্ত কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে আন্দোলনকারীরা। আজ শনিবার সকাল ১০টায় শাহবাগে কর্মসূচি পালন করার কথা রয়েছে আন্দোলনকারীদের।সর্বশেষ গত ২ ফেব্রুয়ারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে শাহবাগে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেয়া হয় আন্দোলনকারীদের পক্ষ থেকে। পুলিশের বাঁধার কারণে পন্ড হয়ে যায় সেদিনের কর্মসূচি। সেদিন আন্দোলনের অন্যতম সংগঠক ইমতিয়াজ হোসেনসহ তিনজনকে আটক করে পুলিশ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।