নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
বাংলাদেশ ক্যারম ফেডারেশনের ব্যবস্থাপনায় শুরু হলো তিন দিন ব্যাপী স্বাধীনতা দিবস ক্যারম টুর্নামেন্ট। শুক্রবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামস্থ ফেডারেশনের কার্যালয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা কাজী মান্নান। এ সময় বিজয় টিভির এক্সিকিউটিভ ডিরেক্টর নায়লা বারী ও দেশ টিভির বার্তা সম্পাদক মাহামুদুল হাসান শামিম উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ক্যারম ফেডারেশনের সাধারন সম্পাদক আশরাফ আহমেদ লিয়ন বলেন, ‘আমরা চেষ্টা করছি দেশের ক্যারম খেলাকে এগিয়ে নিয়ে যেতে । তাই প্রতি বছরের ন্যায় এবারো আয়োজন করেছি স্বাধীনতা দিবস ক্যারম টুর্নামেন্ট। আমরা খুব শিগগিরই একটা জাতীয় ক্যারম প্রতিযোগিতা আয়োজনের চেষ্টা করছি। এ ছাড়াও বঙ্গবন্ধুর নামে একটা আন্তর্জাতিক ক্যারম টুর্নামেন্ট আয়োজনেরও চিন্তাভাবনা রয়েছে আমাদের। আমাদের সভাপতি ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি এই ব্যাপারে যথেষ্ট আগ্রহী।’
স্বাধীনতা দিবস ক্যারম টুর্নামেন্টে দশ জেলার ৪০ জন খেলোয়াড় অংশ নিচ্ছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।