টাঙ্গাইলে চার বছর বয়সী মেয়ের সামনেই মাকে গলাকেটে হত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে সদর উপজেলার পোড়াবাড়ি ইউনিয়নের কাবিলাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রেজিয়া বেগম (৩৫) ওই ইউনিয়নের সৌদি প্রবাসী আরিফ হোসেন স্ত্রী। এই দম্পতির এক ছেলে, এক মেয়ে রয়েছে।
টাঙ্গাইল মডেল থানার ওসি সায়েদুর রহমান ও স্বজনেরা জানান, রেজিয়া বেগম রাতে মেয়েকে সঙ্গে নিয়ে উপজেলার পোড়াবাড়ি ইউনিয়নের রক্ষিত বেলতা মাদ্রাসায় পড়ুয়া ছেলের জন্য রাতের খাবার দিতে যান।
খাবার দিয়ে ফেরার পথে তাকে গলাকেটে রাস্তার পাশের একটি ধানক্ষেতে ফেলে রাখে যায় দুর্বৃত্তরা। পরে শিশুটির কান্নার শব্দে আশপাশের লোকজন গিয়ে তাকে দেখতে পান।
পরে উদ্ধার করে ২৫০ শষ্যা বিশিষ্ট টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক রেজিয়া বেগমকে মৃত ঘোষণা করেন।
লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। জড়িতদের ধরতে তদন্ত চলছে বলে জানান ওসি।
এদিকে, একইদিন টাঙ্গাইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এক গার্মেন্টস ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
সকালের দিকে সদর উপজেলার বাঘিল ইউনিয়নের কৃঞ্চপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম সানু মিয়া (৪০)। তিনি কৃঞ্চপুর গ্রামের এলফাজ উদ্দিনের ছেলে। এ ঘটনায় আহত হন ৬ জন।
সানু মিয়া টাঙ্গাইল শহরের সাউদিয়া সুপার মার্কেটে গার্মেন্টেসের ব্যবসায়ী ছিলেন।