বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বনানীর এফআর টাওয়ারের অগ্নিকাণ্ডে মির্জাপুরের তুষার (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সে ওই ভবনের ১৪ তলায় একটি ট্রাভেলস এজেন্সিতে কর্মরত ছিলো বলে জানা গেছে। তুষার এ উপজেলার গোড়াই ইউনিয়নের ভানুয়াবহ গ্রামের মো. এছাক আলীর ছেলে।
বৃহস্পতিবার রাতে তুষারের মরদেহ ভানুয়াবহ গ্রামের বাড়িতে পৌঁছালে শতশত মানুষ সেখানে ভীরজমায়। এসময় সেখানে এক হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়। আজ শুক্রবার সকাল দশটায় তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
নিহত তুষার মাস্টার ডিগ্রী পাস করে গত ৪ বছর ধরে ওই ট্রাভেলস এজেন্সীতে কর্মরত ছিলেন। এদিকে বনীর এফআর টাওয়ারের অগ্নিকান্ডে মির্জাপুরের ছেলে তুষার নিহত হওয়ার খবরে তার রুহের মাগফিরাত কামনা করে পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা একাব্বর হোসেন এমপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।