Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

আইন পাস করলেন রত্না

প্রকাশের সময় : ২১ মে, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : চিত্রনায়িকা রতœা কবির এলএলবি পাস করেছেন। তিনি ঢাকা ক্যাপিটাল ল’ কলেজ থেকে ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষের ছাত্রী হিসেবে এলএলবি পরীক্ষা দিয়েছিলেন। কলেজটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতাধীন। এই কলেজের পাসকৃত শিক্ষার্থীদের মধ্যে রতœা মেধা তালিকায় তৃতীয় স্থান অর্জন করেছেন। রতœা ৪৩৬ মার্কস পেয়ে পাস করেছেন। গত বৃহস্পতিবার পরীক্ষার ফল প্রকাশিত হওয়ার পর রতœা বলেন, ‘আমার ফলাফলে আমি ভীষণ খুশি। বলা চলে আরেকটি স্বপ্ন পূরণের পথে এগিয়ে চলছি। আমার চেষ্টার পাশাপাশি মা-বাবা, আর ভক্ত-দর্শকদের ভালোবাসা ও দোয়া সঙ্গে ছিলো বলেই আমি সফল হতে পেরেছি। আমি বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই আমার ক্যাপিটাল ল’ কলেজের অধ্যক্ষ অ্যাড. হুমায়ুন কবির স্যার এবং অ্যাড. জুয়েল স্যারকে। এছাড়াও আমি বিশেষভাবে কৃতজ্ঞ মিলন ল’ কোচিংয়ের অ্যাড. মিলন স্যার ও অ্যাড. সোহেল স্যারের কাছে। তাদের গাইডলাইন আমাকে ভালো ফলাফল পেতে সাহায্য করেছে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজকর্মে মাস্টার্স সম্পন্ন করার পরও আইন বিষয়ের উপর বিশেষ আগ্রহ থাকায় এলএলবি কোর্সে ভর্তি হয়েছিলাম। আমি ভালো একজন অ্যাডভোকেট হওয়ার স্বপ্ন দেখি।’

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আইন পাস করলেন রত্না
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ