প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বার কয়েক প্রতিবাদ করলেও পরে নিশ্চিত হয়ে যায় অভিনেতা-প্রযোজক আরবাজ খান আর মালাইকা অরোরা খান আলাদা হয়ে গেছেন। আরবাজের বাবা সেলিম খান জানান ছেলেমেয়েদের সাংসারিক জীবনে তিনি নাক গলান না, তখন আর কারও কাছে বিষয়টি গোপন থাকে না। এটি অবশ্য পুরনো খবর। নতুন খবর হচ্ছে এই দম্পতি আবার এক হয়েছেন বা হতে যাচ্ছেন।
প্রায় মাস ছয়েক আগে প্রথম আরবাজ আর মালাইকার ছাড়াছাড়ির খবরটি ছড়িয়ে পড়ে। বাইরে থেকে তারা বিষয়টি অস্বীকার করতে থাকেন আর শোনা যায় ভেতরে ভেতরে তাদের বিভেদগুলো পাশে রেখে তারা আবার এক হবার চেষ্টাও চালিয়ে যেতে থাকেন। আরবাজ তার স্ত্রীকে ঘরে ফিরিয়ে আনার জন্য বেশি তৎপর ছিলেন অন্যদিকে মালাইকা ছাড়াছাড়িটাকেই নিয়তি হিসেবে ধরে নেন। সঙ্গে সঙ্গে তিনি লন্ডন-ভিত্তিক এক ব্যবসায়ীর সঙ্গে সম্পর্কের কথাও অস্বীকার করেন। জানান তিনি কিছুটা সময় ভাবার জন্য নিয়েছেন।
এই সময়টাতে মালাইকার বোন অমৃতা (অরোরা) লাদাক আর তার মা জয়েসও চেষ্টা চালিয়ে যেতে থাকেন। শেষ পর্যন্ত তাদের উপদেশ শুনে আরবাজের ঘরে ফিরে যেতে রাজি হয়ে যান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।