Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বেতাগীতে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচন বর্জন

বেতাগী (বরগুনা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ মার্চ, ২০১৯, ১২:০৪ এএম

বেতাগী উপজেলা পরিষদ নির্বাচনে দোয়াত কলম প্রতীকের স্বতন্ত্র প্রার্থী বর্তমান উপজেলা চেয়ারম্যান মোঃ শাহজাহান কবির নির্বাচনী মাঠ থেকে সরে দাঁড়িয়েছেন। দলীয় চাপ ও শারিরীক অসুস্থতা ও প্রতিপক্ষেরে হুমকি- ধমকির কারনের নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন বলে তিনি জানিয়েছেন।
গত বুধবার (২৭ মার্চ) দুপুর দুইটা থেকে দোয়াত কলম প্রতীকের মাইকিং সহ নিয়মিত প্রচার-প্রচারনায় নামার কথা। কিন্ত উপজেলার কোথাও প্রকাশ্যে তাকে সহ তার কোন নেতা-কর্মিদের প্রচার-প্রচারনা দেখা যায়নি। অবশেষে দপুর সারে ৩ টার দিকে বেতাগী পৌরসভার ৮ নং ওয়ার্ডে তার নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে কথা বলে আসন্ন উপজেলা নির্বাচনের নির্বাচনী মাঠ থেকে সরে দাঁড়ানোর আনুষ্ঠানিকভাবে ঘোষনা দেন। এ বিষয় শাহজাহান কবির সাংবাদিকদের বলেন, দলীয় চাপ ও শারিরীক অসুস্থতা ও প্রতিপক্ষেরে হুমকি- ধমকির কারনের নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রার্থীর নির্বাচন বর্জন
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ