Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাগুরায় মাশরুম ইন্ডাস্ট্রিজ উদ্বোধন

স্টাফ রিপোর্টার মাগুরা থেকে | প্রকাশের সময় : ২৯ মার্চ, ২০১৯, ১২:০৫ এএম

মাগুরায় বাটন মাশরুম উৎপাদন ইন্ডাষ্ট্রিজ এর উদ্বোধন করা হয়। কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ জাহিদুল আমিনের সভাপতিত্বে বুধবার বিকালে সদর উপজেলার মাশরুম গ্রাম খ্যাত বড়খড়ি এলাকায় বাবুল আক্তারের ড্রিম মাশরুম সেন্টারে আয়োজিত উনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার খান মুহম্মাদ রেজওয়ান, জাতীয় মাশরুম ইনস্টিটিউটের উপ-পরিচালক কৃষিবিদ নিরোদ চন্দ্র সরকার, সাবেক মাশরুম প্রকল্প পরিচালক সালেহ আহামেদ, মাগুরায় বাবুল আক্তারের ড্রিম মাশরুম সেন্টারে বাটন মাশরুম উৎপাদান ইন্ডাষ্ট্রিজ এর উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে খ্যাতনামা কৃষিবিদ ও কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের উচ্চ পদস্থ কর্মকর্তা,কমাশরুম বিশেষজ্ঞ ডা.আক্তার জাহান কাকান, উপজেলা কৃষি অফিসার রুহুল আমিনসহ খুলনা, যশোর সাতক্ষীরা, কুমিলা, সিলেট, মৌলবীবাজারসহ দেশের বিভিন্ন অঞ্চলের ২০ জন মাশরুম উদ্যোগতা সহ প্রায় ২০০ মাশরুম চাষী উপস্থিতি ছিলেন। বক্তারা এ সময় দেশে বাটন মাশরুমের ব্যাপক চাহিদার কথা উল্যেখ করে এর উৎপাদনের ফলে দেশের অর্থনৈতিক উন্নয়ন ও মাশরুম চাষের ব্যাপক সম্ভাবনার নানা দিক তুলে ধরে, সফল মাশরুম উদ্যোগতা বাবুল আক্তারের সাফল্যে অনুপ্রানিত হয়ে সকলকে এগিয়ে আসার আহব্বানসহ সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। বাংলাদেশের বাজারে বাটন মাশরুমের ব্যাপক চাহিদা রয়েছে, যা পুরনে চিন, জাপানসহ বিভিন্ন দেশের উপর নির্ভর করতে হয়, এই মাশরুম চাষ বৃদ্ধি পেলে দেশের চাহিদা মিটয়ে দেশের বাহিরে রপ্তানি করে প্রচুর বৈদেশিক অর্থ উপার্জন করা সম্ভব।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাশরুম ইন্ডাস্ট্রিজ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ