Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফরিদপুর চিনিকল ইউনিয়নের নির্বাচনে হারুন-কাজল পূর্ণ প্যানেল জয়ী

মধুখালী (ফরিদপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ মার্চ, ২০১৯, ১২:০৫ এএম

ফরিদপুরের মধুখালীতে অবস্থিত ফরিদপুর চিনি কলের শ্রমজীবী ইউনিয়নের দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচন ব্যাপক নিরাপত্তার মধ্যদিয়ে সুষ্টু ও শান্তিপূর্ণ ভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে মোট ৪৩৯ জন ভোটারের মধ্যে ৪৩৬জন ভোটার তাদের ভোট প্রয়োগ করেন। নির্বাচন সুষ্টু ও শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠানের লক্ষ্যে ফরিদপুর জেলা প্রশাসক কর্যালয়ের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার আফরোজ শাহীন খসরু সার্বক্ষনিক ভাবে দ্বায়িত পালন করেন। এছাড়া নির্বাচন তত্ত¡াবধানকারী হিসেবে ফরিদপুর অঞ্চলের শ্রমদপ্তরের সহকারি পরিচালক মির্জা ইকবাল মাহমুদ এবং নির্বাচন কমিশনার ছিলেন চিনিকলের মহা-ব্যবস্থাপক (প্রশাসন) মো. রেজাউল করিম। নির্বাচনে শ্রমিক-কর্মচারী পরিষদে হারুন-কাজল-বারিক প্যানেল এবং সংগ্রাম পরিষদের সাঈদ-বাসার রেজাউল করিম প্যানেলের মধ্যে হারুন-কাজল-বারিক পরিষদ পূর্ণ প্যানেলে বিজয়ী হয়ন।
বিজয়ীরা হলেন সভাপতি শাহ্ মো. হারুন অর রশিদ গোলাপফল প্রতীকে প্রাপ্ত ভোট ২৬২, নিকটতম প্রতিদ্ব›িদ্ব আবু সাঈদ বিশ্বাস-১৬৯ ভোট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চিনিকল ইউনিয়নের নির্বাচন
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ