Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কলেজছাত্রকে হত্যার ঘটনায় ২০ জনের নামে মামলা গ্রেফতার ২

ঝালকাঠি জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ মার্চ, ২০১৯, ১২:০৫ এএম

ঝালকাঠির রাজাপুরে কুপিয়ে হাত-পা বিচ্ছিন্ন করে কলেজ ছাত্র মেহেদি হাসান শুভকে হত্যার ঘটনায় ১৫ জনের নাম উল্লেখসহ ২০ জনের নামে মামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে নিহতের বাবা আব্দুল্লাহ আল মাহবুব বাদী হয়ে রাজাপুর থানায় এ মামলা দায়ের করেন। এ ঘটনায় মামলার আসামি বড়ইয়া গ্রামের সৈয়দ আলীর ছেলে ইসরাফিল (৪৫) ও সৈয়দ আলীর ছেলে এনামুলকে (৩৫) গ্রেফতার করেছে। বুধবার রাতে তাদের রাজবাড়ির গোয়ালন্দা ফেরিঘাট থেকে গ্রেফতার করা হয়।
রাজাপুর থানার ওসি (তদন্ত) মঈন উদ্দিন জানান, গত ২৫ মার্চ রাতে বড়াইয়া ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র শুভকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় কয়েকজন যুবক। পরের দিন সকালে পশ্চিম বড়ইয়া গ্রামের কলাকোপা এলাকার একটি মাঠে গোঙানির শব্দ পেয়ে প্রতিবেশীরা শুভকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে। এসময় তাঁর শরীর থেকে একটি হাত ও একটি পা বিচ্ছিন্ন ছিল। তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। পূর্ব শত্রুতার জের ধরে শুভকে বাসা থেকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ তার পরিবারের। শুভ দুটি হত্যা মামলা ও একটি অস্ত্র আইনের মামলার আসামি ছিল বলেও জানায় পুলিশ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কলেজছাত্রকে হত্যা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ