পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ফরিদপুরের চন্দ্রপাড়ায় মাহফিল অংশ নেয়ার জন্য গত মঙ্গলবার বাড়ি থেকে চন্দ্রপাড়া যায় মুসল্লিরা। মাহফিল শেষে গতকাল চন্দ্রপাড়া থেকে মাদারীপুর সদরের ভাঙ্গাব্রিজ এলাকায় সুবিন-নবীন নামের একটি লোকালাবাসে করে বাড়ি ফিরছিলেন তারা। ঢাকা-বরিশাল মহাসড়কের সদর উপজেলার কলাবাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাককে সাইট দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় বাসটি। এসময় ঘটনাস্থলে ৭ জন নিহত হন। আহত হয়েছে ৪৫ জন যাত্রী।
এদিকে, চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতির জাঙ্গালিয়া এলাকায় গত বুধবার রাতে যাত্রীবাহী বাসের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ আটজন নিহত হয়েছেন। এছাড়া যশোরে পৃথক দুর্ঘটনায় ৪ জন, বগুড়া, রাঙামাটি, পটুয়াখালি ও ফুলবাড়িয়ায় একজন করে নিহত হয়েছে। এ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে ২৫জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৭০ জন। আহতদের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে চিকিৎসকরা জানিয়েছেন।
বিশেষজ্ঞদের মতে সড়কে মৃত্যু এখন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিন দেশের কোথাও কোথাও কোন মা হারাচ্ছে তার সন্তান, সন্তান হারাচ্ছে তাদের মা বাবা, আবার কোন ভাই হারাচ্ছে তার বোনকে। যা কখনো কাম্য নয়। সড়কে বেপরোয়া গতি, ফিটনেসবিহীন যানবাহন, আর সচেতনতার কারনে এঘটনা ঘটছে। এ বিষয়ে সরকারকে সড়কে আরো নজরদারি বাড়াতে হবে।
এ বিষয়ে আমাদের ব্যুরো প্রধান, জেলা ও উপজেলা সংবাদদাতাদের পাঠানো তথ্য নিয়ে এ প্রতিবেদন :
মাদারীপুর : মাদারীপুর সদর উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের কলাবাড়ি এলাকায় গতকাল বৃহস্পতিবার সাড়ে ১১ টার দিকে মাহফিলের যাত্রীবাহী বাস খাদে পরে ৭ জন নিহত হয়েছে। আহত হয়েছেন প্রায় পয়তাল্লিশ জন যাত্রী। অপরদিকে ঢাকা- বরিশাল মহাসড়কের মাদারীপুর রাজৈর উপজেলার আমগ্রাম বাবনাতলা নামক স্থানে বেলা ১২ টার দিকে ট্রাক ও মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন ও শহরের খগদী এলাকায় ট্রাকের সাথে মোটরসাইকেলের ধাক্কা লেগে আরো এক শিক্ষক মারা যায়।এ নিয়ে মোট ৯ জন সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে।
নিহতরা হলেন, হাবি হাওলাদার (৫০), আব্বাস খান (৩২), হাসিয়া বেগম (৫৫), হাসান (১৪), আক্কাস (৪০), নয়ন (২৭), সায়েম (২৫), নাঈম বেপারী (২৫) ও অজ্ঞাত একজন ।
পুলিশ ও ফায়ার সার্ভিস এবং স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা-বরিশাল মহাসড়কের সদর উপজেলার কলাবাড়ি এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাককে সাইট দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে পড়লে ঘটনাস্থলে ৪ জন নিহত হয়। পরে হাসপাতালে নেওয়ার পরে মারা যায় আরো ৩ জন। সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে প্রায় পয়তাল্লিশ জন যাত্রী। খবর পেয়ে মাদারীপুর ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসে। তাদের মধ্যে বেশকয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনার পর ঢাকা-বরিশাল মহাসড়কে প্রায় দুই ঘন্টা যান চলাচল বন্ধ হয়ে যায়।
মাদারীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক অখিল সরকার বলেন, নিহতের সংখ্যার বাড়তে পারে। আমরা আহতদের যথাসাধ্য চিকিৎসা দিয়ে যাচ্ছি। গুরুতর বেশ কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
অপরদিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর রাজৈর উপজেলার আমগ্রাম বাবনাতলা নামক স্থানে বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে ট্রাক ও মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নাঈম বেপারী (২৫) মারা যায়। নাঈম মাদারীপুর শহরের বাগেরপাড় এলাকার ইব্রাহিম বেপারীর ছেলে এবং মাদারীপুর বিকাশের এসআর ছিল। সকালে বিকাশের কাজের জন্য মটরসাইকেল নিয়ে মাদারীপুর থেকে টেকেরহাট যাচ্ছিল। দুর্ঘটনার পরে স্থানীয় লোকজন নাঈমকে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্যকমল্পেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। এছাড়া শহরের খগদী এলাকায় ট্রাকের সাথে মোটরসাইকেলের ধাক্কা লেগে আরো এক শিক্ষক নিহত হয়েছে। তবে তার নাম পরিচয় জানা যায়নি।
যশোর : যশোরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ৪জন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার শহরের শঙ্করপুর ও সদর উপজেলার চাউলিয়া এলাকায় দুর্ঘটনা দুটি ঘটে। চাউলিয়ায় ট্রাক যাত্রীবাহী লেগুনাকে চাপা দিলে লেগুনা চালক যশোর সদর উপজেলার জঙ্গলবাধাল গ্রামের সুলতান শামিম আহম্মেদ (২০), যাত্রী যশোর সদরের কুয়াদা গ্রামের ঋষিকান্ত দাসের স্ত্রী শিউলিদাস (৪৫) ও মনিরামপুর উপজেলার গাবুখালি ঢাকুরিয়া গ্রামের সুবাস বৈরাগীর ছেলে সুব্রত বৈরাগী (২৫) নিহত হন। এতে আহত হন ১৫জন। অপরদিকে শহরের শংকরপুরে গড়াই পরিবহনের ধাক্কায় বাইসাইকেল আরোহী কাজীপুরের অলোক সরদার (৫৫) নিহত হন।
কক্সবাজার : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতির জাঙ্গালিয়া এলাকায় গত বুধবার দিবাগত রাতে যাত্রীবাহী বাসের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ আটজন নিহত হয়েছেন। নিহতদের লাশ উদ্ধার হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। স্থানীয় লোকজন ও পুলিশের সহায়তায় আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্যে পাঠানো হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন কুমিল্লা হাইওয়ে রিজিওনের এসপি মো: নজরুল ইসলাম ও লোহাগাড়া থানার ওসি মো: সাইফুল ইসলাম।
সরেজমিন পরিদর্শনে গিয়ে জানা যায়, কক্সবাজারমুখী রিলাক্স পরিবহনের বাস (চট্টমেট্রা-১১-১১৯৬) ও চট্টগ্রামমুখী মাইক্রোবাসের সঙ্গে (চট্টমেট্রা-১১-৩৭৩৪) মুখোমুখী সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলে মাইক্রোবাসের ৮ যাত্রী মারা যায়। এ সময় আহত ৫ যাত্রীদের উদ্ধার করে লোহাগাড়া, চকরিয়াসহ বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
নিহত আটজনের পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। তারা হলেন-লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া লস্কর পাড়া এলাকার হজেরা বেগম (২৬), চুনতি খলিফার পাড়া এলাকার আবু তাহের (২২), কক্সবাজার সদরের পিএমখালীর ছনখোলা নয়াপাড়া এলাকার মো. জিসানের স্ত্রী তসলিমা আক্তার (২০), তার শিশু মেয়ে সাদিয়া (২), তসলিমা আক্তারের মা হাসিনা মমতাজ (৪৫), চকরিয়ার খুটাখালীর উত্তর মেধাকচ্ছপিয়া এলাকার বান্ডু মিয়ার ছেলে মো. নুরুল হুদা (২৫), চট্টগ্রামের লোহাগাড়ার সিকদারপাড়া এলাকার মো. সিরাজুল ইসলামের ছেলে আফজাল হোসেন সোহেল (৩০) ও বাঁশখালীর শেখেরখীল এলাকার মো. সিদ্দিকের ছেলে মো. সায়েম (২২)। আহতদের পরিচয় পাওয়া যায়নি।
চকরিয়ার চিরিংগা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর সাইদুল ইসলাম বলেন, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে । আহত ব্যক্তিদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা চলছে। পুলিশ ঘটনাস্থল থেকে গাড়ি দুটি জব্ধ করে থানা হেফাজতে রাখা হয়েছে।
পটুয়াখালী : পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় গতকাল মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। নিহত লতিফ খান (৫০) মজিদবাড়িয়া কবুতরচর এলাকার গফুর খানের ছেলে। তিনি এলাকায় ডিস ক্যাবল ব্যবসা করতেন। আহত নেওয়াজ, কার্তিক ও রাজুকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
বগুড়া : বগুড়ার ধুনটে গত বুধবার রাতে মোটরসাইকেল দুর্ঘটনায় আহসান হাবিব (২৩) নামের এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, রাত দেড়টার দিকে মোটরসাইকেলে করে আহসান হাবিব তার বন্ধু ইসমাইল হোসেনের বাড়িতে ফিরছিলেন। পথে তিনি নিয়ন্ত্রণ হারালে একটি গাছের সঙ্গে তার মোটরসাইকেলের ধাক্কা লাগে। আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় তাকে বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তিনি মারা যান।
রাঙামাটি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে গতকাল চাঁদের গাড়ি (জিপ) উল্টে জিয়া মাঝি (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও পাঁচজন।
এ ব্যাপারে সাজেক থানার উপ-সহকারী পরিদর্শক (এসআই) কামরুজ্জামান বলেন, দুর্ঘটনায় নিহত জিয়ার লাশ ময়নাতদন্ত শেষে তার পরিববারের কাছে হস্তান্তর করা হবে।
ফুলবাড়ী : দিনাজপুরের ফুলবাড়ীতে মাইক্রোবাসের চাপায় গুরুতর আহত ভ্যান চালক মুন্সি হেমরম (৬০) এর মৃত্যু হয়েছে। দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়, গতকাল বৃহস্পতিবার ভোর রাত সাড়ে তিনটায় তার মৃত্যু হয়। ভ্যান চালক মুন্সি হেমরম ফুলবাড়ী উপজেলার খয়েরবাড়ী ইউনিয়নের পুর্ব নারায়নপুর গ্রামের মৃত ঘাপন হেমরমের ছেলে। ফুলবাড়ী থানার ওসি শেখ নাসিম হাবিব বলেন, ঘটনাস্থল থেকে মাইক্রোবাসটিকে আটক করা হয়েছে, তবে চালক পলাতক রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।