Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গেন্ডারিয়ায় ডেভেলপার ব্যবসায়ী গুলিবিদ্ধ

স্টাফ রিপোর্টার : | প্রকাশের সময় : ২৯ মার্চ, ২০১৯, ১২:০৫ এএম

রাজধানীর গেন্ডারিয়ায় দুর্বৃত্তের গুলিতে আবুল হাশেম (৬০) নামে এক ডেভেলপার ব্যবসায়ী আহত হয়েছেন। গত বুধবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। কাশেম গেন্ডারিয়ার শশীভূষণ দত্ত রোড (ধূপখোলা মাঠ) এলাকায় থাকেন এবং ডেভেলপার ব্যবসা করেন বলে জানা গেছে।
গেন্ডারিয়া থানার ওসি আব্দুল জলিল বলেন, এশার নামাজ শেষে হেঁটে বাসায় ফেরার পথে এক দুর্বৃত্ত তাকে গুলি করে। পরে প্রত্যক্ষদর্শীরা তাকে উদ্ধার করে ঢামেকে নিয়ে যায়। তার ডান পায়ের গোড়ালির নিচে গুলির চিহ্ন রয়েছে। এর পেছনে চাঁদাবাজি বা অন্য কোনো কারণ থাকার বিষয় খতিয়ে দেখা হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ