Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিশ্বের শ্রেষ্ঠ শিক্ষক পিটার তাবিচি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ মার্চ, ২০১৯, ১২:০৬ এএম


২০১৮ সালের জন্য বিশ্বের শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে পুরস্কার পেয়েছেন কেনিয়ার পিটার তাবিচি। তিনি তার আয়ের ৮০ শতাংশ তার শিক্ষার্থীদের পড়ালেখার পেছনে ব্যয় করেন। দুবাইয়ে আয়োজিত এক অনুষ্ঠানে পিটার তাবিচির হাতে পুরস্কারটি তুলে দেন হলিউড অভিনেতা হিউ জ্যাকম্যান। এ পুরস্কারের সঙ্গে ১০ লাখ মার্কিন ডলার অর্থও পেয়েছেন তাবিচি। শিক্ষকতা পেশার মর্যাদা উন্নীত করা ও শিক্ষকতা পেশাকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি প্রদানের উদ্দেশ্যে প্রতিবছর এ পুরস্কার দেয় দাতব্য সংস্থা ভার্কে ফাউন্ডেশন। বিশ্বের ১৭৯ দেশের ১০ হাজারের বেশি প্রার্থীর মধ্যে থেকে তাবিচিকে এ পুরস্কারের চূড়ান্তভাবে মনোনীত করা হয়। পিটার তাবিচি কেনিয়ার একটি গ্রামের মাধ্যমিক বিদ্যালয়ের গণিত ও পদার্থবিদ্যার একজন শিক্ষক। তিনি তার আয়ের ৮০ শতাংশ শিক্ষার্থীদের স্কুলের পোশাক বা বইকেনার পেছনে ব্যয় করেন। তাবিচি পয়ানি গ্রামের কেরিকো মিক্সড ডে সেকেন্ডারি স্কুল-এ শিক্ষকতা করেন। খালিজ টাইমস।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ