Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হঠাৎ অবসরে রেসলিংয়ের নিকি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ মার্চ, ২০১৯, ১২:০৬ এএম


রেসলিংয়ের চৌকোণা রিংয়ে পুরুষদের চেয়ে কোনো অংশে কম নন নারীরা। তারাও সমানতালে ভক্তদের আনন্দ দিয়ে যান। এমনই একজন নারী যুক্তরাষ্ট্রের রেসলার নিকি বেলা। তিনি ১২টি বছর রেসলিংয়ের রিং কাঁপিয়েছেন। গড়ে তুলেছেন অসংখ্য ভক্ত। নিকি বেলা নামটি উচ্চারণ হওয়ার সঙ্গে সঙ্গে রেসলিং ভক্তদের চোখের সামনে ভেসে ওঠে দীর্ঘকায় এক নারীর ছবি, যাকে রেসলিংয়ের দুর্দান্ত পারফরমার জন সিনা’র পাশে দেখা গেছে অনেকবার। কিন্তু অকস্মাৎ কি হলো নিকে বেলার! তিনি ৩৫ বছর বয়সে এসে অকস্মাৎ রেসলিং থেকে অবসর নেয়ার ঘোষণা দিয়েছেন। এতে বিস্মিত অনেকে। অবসরের কারণ হিসেবে নিকি বেলা বলেছেন, তার অনেক বয়স হয়ে গেছে। রেসলিংয়ের জন্য এটা অনেক বেশি বয়স। এখন তিনি ব্যবসায় মন দেবেন। নিকি বেলার যমজ বোন ব্রাই’ও কিন্তু রেসলার। তিনি এ মাসের শুরুর দিকে অবসরে যাওয়ার ঘোষণা দিয়েছেন। তার পথই শেষ পর্যন্ত অনুসরণ করছেন নিকি বেলা। ওয়েবসাইট।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ