নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
প্রথম দুই ম্যাচে আরোন ফিঞ্চের কাছে হারতে হয়েছিল পাকিস্তানকে। সিরিজ নির্ধরণী তৃতীয় ম্যাচেও পার্থক্য গড়ে দিল অস্ট্রেলিয়া অধিনায়কের ব্যাটিং। ব্যাট হাতে ঝড় তুললেন গ্লেন ম্যাক্সওয়েলও। পরে বল হাতে পাক টপ অর্ডার ধ্বসিয়ে দিলেন প্যাট কামিন্স। ম্যাচের সঙ্গে সিরিজ জয়ও নিশ্চিত হলো অস্ট্রেলিয়ার।
বুধবার আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে পাকিস্তানকে ৮০ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া। নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে অজিদের করা ২৬৬ রানের জবাবে ৪৪.৪ ওভারে ১৮৬ রানে গুটিয়ে যায় শোয়েব মালিকের দলের ইনিংস। ৫ ম্যাচের ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে এগিয়ে গেল ফিঞ্চের দল।
অস্ট্রেলিয়ার করা চ্যালেঞ্জিং লক্ষ্যে ১৬ রানে ৩ উইকেট হারিয়ে শুরুতেই ধাক্কা খায় পাকিস্তান। তিনটি উইকেটই নেন কামিন্স। এই ধাক্কা আর সামলে উঠতে পারেনি পাকরা। চতুর্থ উইকেটে ইমাম-উল-হক ও শোয়েব মালিক এবং ষষ্ঠ উইকেটে উমর আকমল ও ইমাদ ওয়াসিম দুটি ফিফটি জুটিতে দলের হাল ধরার চেষ্টা করলেও শেষ পর্ডন্ত পেরে ওঠেননি।
দ্রুত শেষ চার উইকেটই তুলে নিয়ে দলের বড় জয় নিশ্চিত করেন অ্যাডাম জাম্পা। ৪৩ রানে ৪ উইকেট নেন জাম্পা। তবে ২৪ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা কামিন্স।
এর আগে অজি ইনিংসে এদিন ফিঞ্চ-খাজা জুটি প্রস্ফুটিত হওয়ার আগে কুড়িতেই বিনাশ করেন উসমান শিনওয়ারি। স্কোরবোর্ডে রান জমা হওয়ার আগেই ফেরেন খাজা। শন মার্শকেও জুনায়েদ খান তুলে নিলে ২০ রানে ২ উইকেটে পরিণত হয় অজি ইনিংস। এরপর ৮৬ রানের জুটি গড়ে হ্যান্ডসকম্ব ৪৩ বলে ৪৭ করে ফিরলেও স্টয়নিসকে নিয়ে ৩৬ ও ম্যাক্সওয়েলকে নিয়ে ৪৮ রান যোগ করে দলকে নিরাপদে রেখে আউট হন ফিঞ্চ। ১০ রানের জন্য টানা তৃতীয় শতক হাতছাড়া করেন এই ওপেনার। তার ১৩৬ বলে সময় উপযোগি ৯০ রানের ইনিংসে ছিল ৫টি চার ও ১টি ছয়ের মার। ৫৫ বলে ৭১ রানের ঝড়ো ইনিংস আসে ক্যাক্সওয়েলের ব্যাট থেকে।
নতুন বল হাতে নেওয়া তরুণ বোলার মোহাম্মাদ হাসনাইন ৫ ওভারে ৫০ রান দিয়ে ছিলেন উইকেটশূণ্য। বাকিদের প্রত্যেকেউ নেন একটি করে উইকেট। ১০ ওভারে ৩৪ রানের খরচায় ১ উইকেট নিয়ে পাক সেরা বোলার হন ইমাদ ওয়াসিম।
সিরিজের চতুর্থ ওয়ানডে ২৯ মার্চ শুক্রবার দুবাইয়ে।
সংক্ষিপ্ত স্কোর
অস্ট্রেলিয়া : ৫০ ওভারে ২৬৬/৬ (খাজা ০, ফিঞ্চ ৯০, শন মার্শ ১৪, হ্যান্ডসকম্ব ৪৭, স্টয়নিস ১০, ম্যাক্সওয়েল ৭১, কারি ২৫*, কামিন্স ২*; শিনওয়ারি ১/৩৭, হাসনাইন ০/৫০, জুনায়েদ ১/৫৮, ইয়াসির ১/৪৭, ইমাদ ১/৩৪, হারিস ১/৩৫)।
পাকিস্তান : ৪৪.৪ ওভারে ১৮৬ (ইমাম-উল ৪৬, মাসুদ ২, হারিস ১, রিজওয়ান ০, শোয়েব মালিক ৩২, উমর আকমল ৩৬, ইমাদ ৪৩, ইয়াসির ১০*, শিনওয়ারি ০, জুনায়েদ ৫, হাসনাইন ০, কামিন্স ৩/২৪, বেহরেনড্রফ ১/২৯, স্টয়নিস ০/২১, লায়ন ১/৪৮, ম্যাক্সওয়েল ১/২১, জাম্পা ৪/৪৩)।
ফল : অস্ট্রেলিয়া ৮০ রানে জয়ী।
ম্যাচ অব দ্য ম্যাচ : প্যাট কামিন্স।
সিরিজ : ৫ ম্যাচ সিরিজে অস্ট্রেলিয়া ৩-০তে এগিয়ে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।