Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মুসলিম বিয়ের অ্যাপ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ মার্চ, ২০১৯, ১২:০৩ এএম

ব্যাংকিংখাতে কাজ করার সময় দু’বছর আগে মুজম্যাচের ধারণা আসে শাহজাদ ইউনুসের মাথায়। সেই সময়ে এই ব্রিটিশ উদ্যোক্তার বয়স ছিলো ৩২ বছর। সেদিন তিনি স্যান ফ্রান্সিকোতে একদল সম্ভাব্য বিনিয়োগকারীর সামনে লন্ডন-ভিত্তিক ‘মুজম্যাচ’ নিয়ে কথা বলছিলেন। তার বক্তৃতার শুরু ছিলো এ রকম, ‘মুসলমানরা ডেট করে না, তারা বিয়ে করে।’ সম্প্রতি মুজম্যাচ তাদের দ্বিতীয় অফিসটি খুলেছে বাংলাদেশে। এটি বিশ্বের চতুর্থ বৃহত্তম মুসলিম জনগোষ্ঠীর দেশ। যুক্তরাজ্য এবং আরও ৯০টি দেশে বর্তমানে দ্রুত বেড়ে ওঠা এই কোম্পানির ১০ লক্ষেরও বেশি ব্যবহারকারী রয়েছে।
মুসলিম বিয়ের ওয়েবসাইট এবং অ্যাপ ‘মুজম্যাচ’-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী শাহজাদ ইউনুস জানান, তার আইডিয়া ছিলো একটি ডিজিটাল ম্যাচমেকার অ্যাপের, সেই সব মুসলমানদের জন্য, যারা বিয়ে করতে পাত্র-পাত্রী খুঁজছে। তিনি কাজটিকে ভালোবাসতেন। কিন্তু একই সাথে এটাও বুঝতে পারছিলেন যেসব মুসলমান নিজেদের ধর্মীয় গোষ্ঠীর ভেতর থেকেই সঙ্গী খুঁজছেন, তাদের জন্য ভালো কোন ডেটিং অ্যাপ বাজারে নেই। শাহজাদ ২০১৪ সালে খুব অনাড়ম্বরভাবে অ্যাপটি শুরু করেন। বড় বড় ডেটিং অ্যাপগুলো থেকে তার বিপণন কৌশল ছিলো কিছুটা আলাদা। বাবা-মায়ের যেকোন একজন অ্যাপে ব্যবহারকারীদের কথাবার্তা দেখতে পাবেন এমন অপশনও এতে রয়েছে। আরও ২২টি প্রোফাইল প্রশ্ন এতে যোগ করা হয়েছে, যেমন একজন ব্যবহারকারী কতটা ধার্মিক, অথবা দিনে কয়বার নামাজ পড়েন। এসব প্রশ্ন ব্যবহারকারীদের কাছে ছিল খুবই গুরুত্বপ‚র্ণ। মুজম্যাচ এমন সুযোগ দিয়েছিলো যে ব্যবহারকারীরা চাইলে প্রোফাইল ছবি নাও দিতে পারতেন, অথবা খানিকটা অস্পষ্ট করে দিতে পারতেন। অ্যাপে যে চ্যাট হতো, তা তাদের সম্মতিতে বাবা-মায়ের যেকোন একজন কিংবা একজন অভিবাবকের কাছে পাঠানোর অপশনও এতে ছিলো।
শাহজাদ বলেন, ‘আমি জানতাম আমাকে ভালো একটি অ্যাপ বানাতে হবে। সুযোগটি বিশাল, পুরো দুনিয়াতে ১৮০ কোটি মুসলমান রয়েছে, কিন্তু এটা স্পষ্ট কেউ তাদের প্রয়োজনের কথা ভাবছে না।’ তিনি জানান, ‘যদি ধর্ম এবং ডেটিং ঠিক ঠিক ভাবে মিলে যায় ... তাহলে তা হওয়া উচিত পবিত্রভাবে।’



 

Show all comments
  • Jubaer Mahmud ২৮ মার্চ, ২০১৯, ২:৪০ এএম says : 0
    খুবই ভালো উদ্যোগ, ভালো লাগলো।
    Total Reply(0) Reply
  • সাদ বিন জাফর ২৮ মার্চ, ২০১৯, ২:৪১ এএম says : 0
    বাংলাদেশে দ্রুত সর্বত্র চালু করা হোক। সাথে নিরাপত্তা ব্যবস্থা বৃদ্ধি করতে হবে।
    Total Reply(0) Reply
  • সত্য হক ২৮ মার্চ, ২০১৯, ২:৪২ এএম says : 0
    অসাধারণ উদ্যোগ। সফলতা কামনা করছি।
    Total Reply(0) Reply
  • মাসুদুর রহমান ২৮ মার্চ, ২০১৯, ৩:১৩ পিএম says : 0
    Very good
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ