Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মোমের আলোয় প্রজ্জ্বলিত বগুড়া

পুলিশের ব্যতিক্রমী আয়োজন

বগুড়া ব্যুরো : | প্রকাশের সময় : ২৮ মার্চ, ২০১৯, ১২:০৪ এএম

একই সময়ে লক্ষাধিক মোমবাতি জ্বালিয়ে সারা বগুড়া জেলায় আনুষ্ঠানিকভাবে ৭১ এ মহান মুক্তিযুদ্ধে পুলিশ সদস্যদের প্রতিরোধ ও শহীদদের শ্রদ্ধা প্রদর্শন ও স্মরণ করার বিষয়টি এখন টক অব দ্য বগুড়া। বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে ২৫ মার্চ সন্ধ্যা ৭টা ১ মিনিটে এর সূচনা করেন এডিশনাল আইজিপি জনাব মোখলেছুর রহমান বিপিএম (বার)।
১৯৭১ এর ২৫ মার্চ কালরাতে প্রথম প্রতিরোধ যুদ্ধে পুলিশ বাহিনীর গৌরবোজ্জল অবদান সেই সাথে মুক্তিযুদ্ধে সকল শহীদের আত্মত্যাগের স্মরণ ও তাদের প্রতি বিন¤্র শ্রদ্ধা জানাতে এই বিশাল আয়োজনের মূল আয়োজক ছিলেন বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভুঞা। পাশাপাশি বগুড়া জেলা ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, সম্মিলিত সাংষ্কৃতিক জোটসহ বগুড়ার বিভিন্ন পেশাজীবী ও শ্রমিক সংগঠনও এটি বাস্তবায়নে বিশেষ ভূমিকা পালন করেন। বগুড়ার আলতাফুন্নেছা খেলার মাঠ, শহীদ খোকন পার্কসহ সব গুলো উপজেলার শতাধিক সংস্থা ও সংগঠনের পক্ষ থেকেও এই কর্মসূচি পালন করা হয় ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মোমের আলো
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ