বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পাবনায় জেলার উপর দিয়ে বয়ে যাওয়া চৈত্রের ঝড় ও বজ্রপাতে একজন নিহত হয়েছেন। আমের গুটি ও মুকুল, চৈতালী ফসলের ব্যাপক ক্ষতি সাধান হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে এবং বুধবার দুপুরে বিভিন্ন স্থানে দুই দফা ঝড় আঘাত হানে। সেই সাথে বজ্র ও শীলাবৃষ্টিপাত হয়। জেলার সাঁথিয়া উপজেলায় বজ্রপাতে শাহাদাৎ হোসেন নামে (৪৮) এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি সাঁথিয়া উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়নের পাইকপাড়া গ্রামের আব্দুল আজিজের পুত্র।
সাঁথিয়া উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনছুর আলম জানান, বুধবার সকালে শাহাদৎ হোসেন ক্ষেতুপাড়া ইউনিয়নের যশমন্ত দুলাই গ্রামে জমিতে পেঁয়াজ তুলতে যান। বেলা ১২ টার দিকে বৃষ্টির সময় বজ্রপাত হলে বজ্রপাতে ঘটনাস্থলেই শাহাদৎ হোসেন মৃত্যু বরণ করেন। জেলা দুযোর্গ ও ত্রাণ কর্মকর্তা শেখ সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, দাফনের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।