Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটের উদ্ভাসিত প্রযুক্তি পরিচিতি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

মৌলভীবাজার জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ মার্চ, ২০১৯, ৩:৪৫ পিএম

বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট এর উদ্ভাবিত প্রযুক্তি পরিচিতি বিষয়ক কর্মশালা মৌলভীবাজার জেলা প্রশাসক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
২৭ মার্চ মঙ্গলবার কর্মশালায় বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট, চট্টগ্রাম এর মুখ্য গবেষণা কর্মকর্তা ড. মোঃ মাসুদুর রহমান সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার উপপরিচালক মোহাম্মদ রোকন উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আশরাফুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ শাহাজাহান।
কর্মশালা সমন্বয়ক ও বিএফআরআই প্রশিক্ষণ ও প্রযুক্তি হস্তান্তর ইউনিটের সদস্য সচিব এম জহিরুল আলমের সঞ্চালনায় প্রযুক্তি সমূহ উপস্থাপন করেন বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট এর বিভাগীয় কর্মকর্তা ড. মোহাম্মদ জাকির হোসাইন ও সিনিয়র রিসার্চ অফিসার মোঃ আনিসুর রহমান।
স্বাগত বক্তব্য রাখেন প্রশিক্ষণ ও প্রযুক্তি হস্তান্তর ইউনিট এর আহ্বায়ক মোঃ আনিসুর রহমান। কর্মশালায় অংশগ্রহণকারী হিসেবে ছিলেন বন বিভাগ, বিআরবিডি, সমবায় অধিদপ্তর, যুব উন্নয়ন অধিদপ্তর, তথ্য অধিদপ্তর, স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, এনজিও প্রতিনিধি, মৌলভীবাজার চেম্বার, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, কাঠ ব্যবসায়ী, নাসারী করাতকল ও ফার্নিচার মালিক সমিতিসহ মৌলভীবাজার জেলার বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান নেতৃবৃন্দ।
উক্ত কর্মশালার মাধ্যমে মৌলভীবাজারে বন বিষয়ক একমাত্র জাতীয় গবেষণা প্রতিষ্ঠানটির গবেষণালব্ধ প্রযুক্তিসমূহ সম্প্রসারিত হবে বলে আশা করা যাচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কর্মশালা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ