Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দাউদকান্দি ইউএনওর অপসারণ দাবি

মুক্তিযোদ্ধাদের সংবাদ সম্মেলন

চান্দিনা (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৭ মার্চ, ২০১৯, ১২:০৪ এএম

স্বাধীনতা দিবসের দিনই এক উপজেলা নির্বাহী কর্মকর্তার অপসারণ চাইলেন কুমিল্লার মুক্তিযোদ্ধারা। গতকাল মঙ্গলবার দুপুরে মুক্তিযোদ্ধাদের অবমূল্যায়নের অভিযোগ এনে দাউদকান্দির ইউএনও মাহবুব আলমের অপসারণ দাবিতে স্থানীয় মুক্তিযোদ্ধাদের সংবাদ সম্মেলন এবং স্বাধীনতা দিবসের সকল অনুষ্ঠান বর্জন করেছেন দাউদকান্দি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ। উপজেলা মুক্তিযোদ্ধাদের উদ্দোগে মুক্তিযোদ্ধা ভবনে সংবাদ সম্মেলন করেন মুক্তিযোদ্ধারা। সংবাদ সম্মেলনে সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. মোরশেদ আলম লিখিত বক্তব্যে অভিযোগ করেন, দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব আলম গত বছরের ১৬ ডিসেম্বর, চলতি বছরের ২১ ফেব্রুয়ারী, ১৭ মার্চ এবং ২৬ মার্চ জাতীয় দিবসে স্থানীয় মুক্তিযোদ্ধাদের না জানিয়ে এবং কমিটিতে না রেখে দিবসটি উৎযাপন করে আসছেন এবং দাউদকান্দির নবনির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধন করে আমাদের জানানো হয়নি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা কামাল হোসেন, মুক্তিযোদ্ধা আবুল বাশার, মুক্তিযোদ্ধা হালিম মিয়া, মুক্তিযোদ্ধা জামাল হোসেন, মুক্তিযোদ্ধা মতিন মিয়া, মুক্তিযোদ্ধা ওয়াদুদ সরকার, মুক্তিযোদ্ধা আর্শাদ মিয়া প্রমুখ। এ বিষয়ে দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব আলমের সাথে যোগাযোগের চেষ্টা করে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দাউদকান্দি ইউএনও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ