বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানা পুলিশ স্বাধীনতা দিবস উপলক্ষে ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে ১ হাজার জাতীয় পতাকা উপহার দিয়েছেন। গতকাল মঙ্গলবার নগরীর কাজীর দেউড়ী মোড়, এমএ আজিজ স্টেডিয়াম, জামালখান, শহীদ মিনার এবং নিউমার্কেট এলাকায় সড়কের একপাশে দাড়িয়ে শিক্ষার্থীদের হাতে একটি করে পতাকা দিয়ে বলছিলেন, স্বাধীনতা দিবস সফল হোক। পুলিশের এমন উদ্যোগকে ধন্যবাদ জানিয়েছেন শিক্ষার্থী ও বিভিন্ন স্তরের মানুষজন।
কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসীন জানান, পুলিশকে এখনও অনেকে ভয় পান। সেই ভয় কাটাতে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। এজন্য ভিন্ন কিছু করার চেষ্টা করেছি। থানায় আগতদের পতাকা দিয়ে শুভেচ্ছা জানিয়েছি। সকালে শত শত শিশুকে পতাকা দিয়েছি, পথচারীদেরকেও দিয়েছি। নগরবাসী আমাদের এমন উদ্যোগে খুবই খুশি হয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।