Inqilab Logo

মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

২৫ বছরে সোয়া কোটি মুসলমান নিহত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ মার্চ, ২০১৯, ১২:০৪ এএম

সারা বিশ্বে গত ২৫ বছরে যুদ্ধবিগ্রহের কারণে অন্তত ১ কোটি ২৫ লাখ মুসলমান নিহত হয়েছেন বলে জানিয়েছেন তুরস্কের একজন গবেষক। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এক প্রতিবেদনে এ তথ্য দিয়েছে। স¤প্রতি ইস্তাম্বুলে ‘বিশ্বের যুদ্ধসমূহ এবং তুরস্ক ও সিরিয়ার চলমান ক্ষমতার লড়াই’ শীর্ষক সম্মেলনে তুরস্কের ইতিহাস সমিতির প্রধান রেফিক তুরান এ তথ্য দিয়েছেন। তিনি বলেন, ইতিহাসে দেখা গেছে, যুদ্ধ মানুষের জীবনে অনিবার্য হিসেবে দেখা দিয়েছে। তুরান বলেন, স¤প্রতি এক গবেষণায় দেখা গেছে, গত ২৫ বছরে যুদ্ধের কারণে ১ কোটি ২৫ লাখ মুসলমানের মৃত্যু হয়েছে। এ সংখ্যা প্রায় একটি বিশ্বযুদ্ধের হতাহতের সমান। তুরান আরো বলেন, যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইরান সিরিয়ায় শান্তি চায় না। ফলে এর পরিণাম যা হওয়ার তাই হচ্ছে। আনাদোলু এজেন্সি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ