Inqilab Logo

বুধবার, ২৯ মে ২০২৪, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ২০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

নিউজিল্যান্ডে সাংবাদিকদের মাথায় হিজাব

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ মার্চ, ২০১৯, ১২:০৪ এএম

ক্রাইস্টচার্চে দুই মসজিদে হামলার পর মুসলিম সম্প্রদায়কে সহমর্মিতা জানাতে বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছিল দেশটির প্রধানমন্ত্রী জাসিন্দা আরডার্ন। এতে গোটা মুসলিম বিশ্বের প্রশংসাও পান তিনি। ওই ঘটনার পর প্রধানমন্ত্রী জাসিন্দা আরডার্নের হিজাব পরা অনেক ছবি ভাইরাল হয়েছে। মুসলিমদের প্রতি সংহতি জানাতে গত শুক্রবার নিউজিল্যান্ডবাসী হিজাব পরার ঘোষণা দিয়েছিল। এছাড়াও দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন (টিভি এনজেড) ও রেডিওতে (রেডিও এনজেড) জুমার নামাজের আজান সম্প্রচার করা হয়, জাতীয় দৈনিকগুলোর প্রথম পাতায় আরবি হরফে ছাপা হয় ‘সালাম, শান্তি’, জাতীয়ভাবে পালন করা হয় এক মিনিটের জায়গায় দুই মিনিটের নীরবতা। এরপর এখন হিজাব পরেই টেলিভিশন সেটে আসছেন উপস্থাপিকারা। হিজাব পরেই সংবাদ সংগ্রহ করতে দেখা গেছে অনেক নারী সাংবাদিককে। রিপোর্টাররাও টিভিতে লাইভে আসছেন হিজাব পরেই। পাশাপশি হ্যাশ ট্যাগের মাধ্যমে হিজাব পরিহিত ছবি সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে শেয়ার করা হচ্ছে। ক্রাইস্টচার্চ কবরস্থানে পাহারা দিচ্ছিলেন এক নারী পুলিশ। ওয়েবসাইট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ