মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
বিরোধী তাইওয়ান প্রণালিতে যুদ্ধজাহাজ মোতায়েন করছে যুক্তরাষ্ট্র। সামরিক বাহিনী বলছে, চীনের প্রভাব বিস্তার রোধে কৌশলগত নৌসীমায় যুক্তরাষ্ট্র জাহাজ পাঠিয়েছে। রোববার নৌবাহিনী, কোস্টগার্ড ও দুটি যুদ্ধজাহাজ মোতায়েন করে যুক্তরাষ্ট্র। চীন তাইওয়ানকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। তবে স্বশাসিত তাইওয়ান চীনের কবল থেকে মুক্ত হতে ওয়াশিংটনের সাহায্য নিচ্ছে। এতে তাইপেই এবং বেইজিংয়ের মধ্যে উত্তেজনা বাড়ছে। মার্কিন সামরিক বিবৃতিতে বলা হয়েছে, নৌবাহিনীর কার্টিস উইলবার ধ্বংসকারী এবং কোস্টগার্ডে বার্থলফ কাটার এমন দুটি জাহাজ পাঠানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, তাইওয়ান প্রণালিতে জাহাজের চলাচলের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র আন্ত প্রশান্ত মহাসাগরকে মুক্ত ও উন্মুক্ত করার প্রতিশ্রুতি দিচ্ছে। বিবৃতিতে আরও বলা হয়, মার্কিন যুক্তরাষ্ট্র যে কোনো জায়গায় আন্তর্জাতিক আইন অনুমোদন করতে পারে, সেগুলো চালাবে এবং পরিচালনা করবে। এমন ঘটনায় তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি বেইজিং। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, জাহাজগুলো দক্ষিণ-পশ্চিমে তাইওয়ান প্রণালির মধ্য দিয়ে গিয়েছিল এবং উত্তর-পূর্বাঞ্চলের দিকে এগিয়ে গেছে। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।