বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাজবাড়ী থেকে অপহৃত শেখ মো: জসিম উদ্দিনকে রাজশাহী মহানগর পুলিশকে শাহমখদুম থানার বিশেষ দল উদ্ধার ও অহরনকারী চক্রের তিন সদস্যকে আটক করেছে। অপহৃত জসিম রাজবাড়ী জেলার একটি মশার কয়েল কোম্পানীতে চাকরি করেন। গত ২৪ মার্চ কর্মস্থলে যাবার পথে তাকে অপহরণ করা হয়। জসিমের ছোট ভাই নুরুদ্দিন গোয়ালন্দ থানায় মামলা করে। এতে বলা হয় তার ভাইকে অপহরণ করার পর মোবাইল ফোন যোগে বাড়ির লোকজনের কাছে একলক্ষ টাকা মুক্তিপন দাবি করে। অন্যথায় তাকে খুন করা হবে বলে জানায়। রাজবাড়ী জেলা পুলিশ বিশেষ সূত্রের মাধ্যমে অপহরণকারীদের অবস্থান রাজশাহীতে নিশ্চিত হয়ে বিষয়টি আরএমপি শাহমখদুম থানা পুলিশকে অবগত করে। এ পরিপেক্ষিতে আরএমপি শাহমখদুম থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ভিকটিম শেখ মো. জসিম উদ্দিনকে উদ্ধার ও অপহরনকারী চক্রের তিন সদস্যকে আটক করে। এরা হলো, কাকলি বেগম, বিপ্লব উদ্দিন, আরমান আলী। এদের বাড়ি নগরীর নওদাপাড়া এলাকায়। এদের নিকট হতে নগদ বত্রিশ হাজার টাকা ও চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।