Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আলিয়া আর আমার সঙ্গে কাজ করবে না -বরুণ ধাওয়ান

| প্রকাশের সময় : ২৭ মার্চ, ২০১৯, ১২:০৪ এএম

আলিয়া ভাট আর বরুণ ধাওয়ান বলিউডের সবচেয়ে জনপ্রিয় জুটির একটি। ২০১২’র সেই ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ ফিল্মে অভিষেক থেকে তাদের বন্ধুত্ব। এরপরও তারা দুটি বøকবাস্টারে অভিনয় করেছেন- ‘হাম্পটি শর্মা কি দুলহানিয়া’ এবং ‘বদরিনাথ কি দুলহানিয়া’। সামনে আসছে অভিষেক বর্মনের ‘কলঙ্ক’। এরপর যদি তাদের জুটিবদ্ধ হয়ে কোনও ফিল্মে না দেখা যায় তাতে কেমন হবে? তা এই জুটির ভক্তদের জন্য যে দুঃখজনক হবে তা বলাই বাহুল্য। এমন পরিস্থিতির সৃষ্টি না হলেও, আলিয়ার অভিনয়ে নির্মিতব্য ‘আরআরআর’, ‘তখত’ এবং সঞ্জয় লিলা ভানসালির ‘ইনশাল্লাহ’তে কিন্তু বরুণ নেই। বর্তমান সময়ে আলিয়া আর বরুণ বলিউডে সবচেয়ে সম্ভাবনাময় তারকা আর জুটি হলে সেই সম্ভাবনা কয়েকগুণ বেড়ে যায়। এই বিষয়টি নিয়েই বরুণ একটি অ্যাওয়ার্ডস শোতে রসিকতা করেছেন। তিনি বলেন, ‘ইনশাল্লাহ, মাশাল্লাহ, এখন যেহেতু তুমি বড় পরিচালক আর অভিনেতাদের সঙ্গে কাজ করছ, আর আমার সঙ্গে কাজ করবে না!” রণবীর সিং আর রণবীর কাপুরও দর্শক সারিতে বসে এই মন্তব্যে হেসেছেন। এরপরও বরুণ তাদের নির্দেশ করে বলেন, ‘কয়েক বছর পর সে আপনাদের সঙ্গেও আর কাজ করবে না!’ আলিয়া ভাট এখন রণবীরের বিপরীতে অয়ন মুখার্জির ‘ব্রহ্মাস্ত্র’তে কাজ করছেন।



 

Show all comments
  • Ruhul amin ২৭ মার্চ, ২০১৯, ১২:৫৩ পিএম says : 0
    ফালতু
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বরুণ ধাওয়ান
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ