বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
স্বাধীনতা দিবস উপলক্ষে ১২০ জন পথশিশুর মাঝে খাবার বিতরণ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের একাংশের কর্মীরা। আজ (মঙ্গলবার) দুপুর একটার দিকে বিশ্ববিদ্যালয় রেল স্টেশন সংলগ্ন এলাকায় এ খাবার বিতরণ করা হয়।
জানা যায়, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বগি ভিত্তিক সংগঠন বিজয় গ্রুপের ২০১৬-১৭ সেশনের কর্মীরা এ উদ্যেগ নেয়। এরা শিক্ষা উপ-মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারী হিসেবে ক্যাম্পাসে পরিচিত। এ সময় উপস্থিত ছিলেন চবি ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আবু সাঈদ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ফারুক এবং ক্রিড়া সম্পাদক মাহফুজ আহমেদ।
আয়েজনকারী বেশ কয়েকজন ছাত্রলীগ কর্মী দৈনিক ইনকিলাবকে বলেন, আমাদের এ উদ্যেগ হয়ত খুবই সামান্য তবে আমারা এই মহান স্বাধীনতা দিবসে বেশ কয়েকজ পথশীশুর মুখে হাসি ফোটাতে পেরেছি। বাংলাদেশের বর্তমান উন্নয়ন যাত্রা অব্যহত থাকলে হয়ত আর কয়েক বছর পরে দেশের কোন শিশুকে ‘পথ শিশু’ হিসেবে বেড়ে উঠতে হবেনা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।