বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
প্রতিটি বাড়ির ছাঁদে উড়ুক লাল সবুজের সমারোহ, সে আশায় একাই ৫ শ জাতীয় পতাকা বিলি করলেন এক প্রতিবন্ধী তরুণী লেখক। নাম জুঁই জেসমিন। মহান স্বাধীনতা ও জাতীয় দিবসকে সামনে রেখে তাঁর এই উদ্যোগ ঠাকুরগাঁওয়ের গ্রামীণ জনপদে ব্যপক উদ্দীপনা এনেছে মানুষের মধ্যে স্বাধীনতা ও মহান মুক্তিযুদ্ধের আবেগে।
জলার পাঁচ উপজেলায় ৫ শতাধিক পতাকা বিতরণ করা প্রসঙ্গে তিনি বললেন, আমরা দেখছি এদেশে বিশ্বকাপের সময় নানা দেশের পতাকা উড়ছে, কিন্তু লাল সবুজের যে পতাকা অগুনতি প্রাণ আর মা বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত হয়েছে তা ঘরে উড়তে দেখিনা। এখান থেকেই আমি এই উদ্যোগের প্রেরণা পেয়েছি। সোমবার বিকালে এই প্রতিবন্ধী তরুণী জেলার বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও জোতপাড়া, আরাজি সরলিয়া, কালমেঘ, কাদশুকাসহ আরও বেশ কয়েকটি গ্রামে পায়ে হেটে বাড়ি বাড়ি গিয়ে দেশের জাতীয় পতাকা বিতরণ করেন।
এ সময় বালিয়াডাঙ্গী উপজেলার মুক্তিযোদ্ধা দবিরুল ইসলাম, বশির উদ্দিন ও তার ছেলে বঙ্গবন্ধু স্মৃতি সংসদের সভাপতি মোকলেসুর রহমানসহ স্থানীয় সংবাদকর্মীরা সাথে ছিলেন। এদিকে পীরগঞ্জ, হরিপুর, রাণীশংকেল ও সদর উপজেলায় একই ভাবে পতাকা বিতরণ করা হয়েছে।
তাঁর আশা, ২৬ মার্চ স্বাধীনতা দিবসের সূর্য উদয়ের সাথে সাথে বাড়ি বাড়ি উড়বে লাল সবুজের এই পতাকা। দেশের এই পতাকা পেয়ে খুশি স্থানীয়া। ব্যতিক্রম এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার সন্তান ও এলাকাবাসী। 'সাফল্যের চিঠি' নামে গল্পগ্রন্থ ও শিশুতোষ গল্পের বই 'এসো গল্প পড়ি জীবন গড়ি' গ্রন্থের প্রণেতা এই জেসমিন জুঁই শারীরিক প্রতিবন্ধকতা জয় করে এগিয়ে যাচ্ছে জীবন জয়ের দিকে, এমন আশাবাদ ব্যক্ত করলেন শিক্ষাবিদ ঠাকুরগাঁও সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর আবু বক্কর সিদ্দিক।
(২৬ মার্চ) মহান স্বাধীনতা দিবসে সূর্য উদয়ের সাথে সাথে বাড়ী বাড়ী উড়েছে লাল সবুজের এই জাতীয় পতাকা। দেশের এই পতাকা পেয়ে খুশী স্থানীয়রা। এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসি। তরুণ লেখিকা জুই জেসমিন বলেন, দেশের পতাকা ঘরে ঘরে পৌছে দেয়া ও মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এই উদ্যোগ নেয়া হয়েছে। এর পরিসর আরো বৃদ্ধি করা হবে। এ জন্য সকলকে এগিয়ে আসার আহবান জানান তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।