লিসবনে সোমবার রাতে ‘বি’ গ্রুপের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। গত শুক্রবার ইউক্রেনের সঙ্গে গোলশূন্য ড্রয়ে বাছাইপর্ব শুরু করেছিল ফের্নান্দো সান্তোসের দল।
তিন দিনের ব্যবধানে পর্তুগিজদের আবারও হোঁচট খাওয়ার ম্যাচের প্রথমার্ধে চোট পেয়ে মাঠ ছাড়েন ক্রিস্টিয়ানো রোনালদো। শেষ পর্যন্ত দলও পারেনি জিততে। দীর্ঘ আট মাসের বিরতি থেকে জুভেন্টাস তারকার জাতীয় দলে ফেরাটা মোটেও সুখকর হলো না।
ম্যাচের সপ্তম মিনিটেই পেনাল্টি থেকে সার্বিয়াকে এগিয়ে দেন দুসান তাদিচ। ডি-বক্সে মিডফিল্ডার মিয়াত গাচিনোভিচকে গোলরক্ষক রুই পাত্রিসিও ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট কিকে গোলটি করেন আয়াক্সের ফরোয়ার্ড দুসান।
নবম মিনিটে সতীর্থের পাস পেয়ে মাঝমাঠ থেকে ছুটে গিয়ে ডি-বক্সে ঢুকে জোরালো শট নেন রোনালদো। ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে ঠেকান গোলরক্ষক মার্কো দিমিত্রোভিচ। ২৩তম মিনিটে ছয় গজ দূর থেকে আবারও ব্যর্থ হন জুভেন্টাস ফরোয়ার্ড।
এর কিছুক্ষণ পরেই বড় ধাক্কাটি খায় স্বাগতিকরা। পায়ে চোট পেয়ে মাঠ ছাড়েন অধিনায়ক রোনালদো।
৪২তম মিনিটে একক নৈপুণ্যে পর্তুগালকে সমতায় ফেরান দানিলো পেরেইরা। মাঝমাঠ থেকে বল পায়ে অনেকটা এগিয়ে প্রায় ২২ গজ দূর থেকে জোরালো উঁচু শটে গোলটি করেন পোর্তোর এই মিডফিল্ডার। বল ক্রসবারের ভিতরে কানায় লেগে জালে জড়ায়।
দুই ম্যাচে দুই ড্রয়ে ২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে পর্তুগাল।
লাক্সেমবার্গের মাঠে ২-১ গোলে জেতা ইউক্রেন সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। দ্বিতীয় স্থানে থাকা লাক্সেমবার্গের পয়েন্ট ৩।