Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্বাধীনতা দিবসে এটিএন বাংলার আয়োজন

বিনোদন ডেস্ক: | প্রকাশের সময় : ২৬ মার্চ, ২০১৯, ১২:০৪ এএম

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০১৯ উপলক্ষে দিনব্যাপী বিশেষ অনুষ্ঠান প্রচার করবে এটিএন বাংলা। সকাল ৭.৩০ মিনিটে প্রভাতী ম্যাগাজিন অনুষ্ঠান ‘চায়ের চুমুকে’ প্রচারের মধ্যে দিয়ে শুরু হবে স্বাধীনতা দিবসের বিশেষ অনুষ্ঠানমালা। মারিয়া শিমু’র উপস্থাপনায় অনুষ্ঠানটি পরিচালনা করেছেন শম্পা মাহমুদ। শিশু-কিশোরদের অংশগ্রহণে কুচকাওয়াজ অনুষ্ঠানটি বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম থেকে সরাসরি স¤প্রচার করা হবে ৮টায়। ১০.৩০ মিনিটে প্রচার হবে বাংলা ছায়াছবি ‘এইতো প্রেম’। সোহেল আরমান পরিচালিত এতে অভিনয় করেছেন শাকিব খান ও বিন্দু। দুপুর ৩.১০ মিনিটে প্রচার হবে হুমায়ূন আহমেদ এর রচনা ও পরিচালনায় নাটক ‘পদ্ম’। বিকাল ৪টায় নাহিদ রহমানের পরিচালনায় ছোটদের অনুষ্ঠান ‘প্রাণের স্বাধীনতা’। ৪.৩০ মিনিটে প্রচার হবে শিশু-কিশোরদের অংশগ্রহণে অনুষ্ঠান ‘স্বাধীনতা আমার অহংকার’। অনুষ্ঠানটি পরিচালনা করেছেন আব্দুস সাত্তার। ৫টায় প্রচার হবে নৃত্যানুষ্ঠান ‘নোঙর তোল’। অনুষ্ঠানটি পরিচালনা করেছেন নাহিদ রহমান। ৫.৩০ মিনিটে প্রচার হবে সারোয়ার তমিজউদ্দিন পরিচালিত নাটক ‘রাখাইন মেয়ে প্রিনসা’। নৃত্যানুষ্ঠান ‘হে স্বাধীনতা’ প্রচার হবে সন্ধ্যা ৬.২০ মিনিটে। রাত ৭.৫৫ মিনিটে প্রচার হবে ম্যাগাজিন অনুষ্ঠান ‘রাজার অতিথি’। আলী আসগর ইমনের গ্রন্থনায় অনুষ্ঠানটি পরিচালনা করেছেন সাইফুল জামিল। অনুষ্ঠানে গান গেয়েছেন কণ্ঠশিল্পী রথীন্দ্রনাথ রায় ও ডলি সায়ন্তনী। রয়েছে মুক্তিযুদ্ধের সময় যশোরের দায়িত্বরত পুলিশ সুপার এর সাক্ষাৎকার, নাচ এবং মুক্তিযুদ্ধ বিষয়ক কয়েকটি স্কিট। ৮.৪০ মিনিটে প্রচার হবে সারোয়ার রেজা জিমির রচনা এবং তুহিন হোসেন এর পরিচালনায় নাটক ‘রৌদ্র করোটিতে’। ১১টায় প্রচার হবে ড. মাহফুজুর রহমান পরিচালিত প্রামাণ্যচিত্র ‘মুক্তিযুদ্ধের ইতিহাস’।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্বাধীনতা দিবস

২৬ মার্চ, ২০২০

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ