Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘ফরেস্ট গাম্প’ সিকুয়েল পরিত্যক্ত হয় যে কারণে

| প্রকাশের সময় : ২৬ মার্চ, ২০১৯, ১২:০৪ এএম

‘ফরেস্ট গাম্প’ চলচ্চিত্রের চিত্রনাট্যকার এরিক রথ জানিয়েছেন তিনি টম হ্যাঙ্কস রূপায়িত চরিত্রটিকে সিকুয়েলে ফিরিয়ে আনতে চেয়েছিলেন যাতে ফরেস্টের সঙ্গে প্রিন্সেস ডায়ানার দেখা হত, তাকে দেখা যেত ১৯৯৪ সালের সেই কুখ্যাত গাড়ি ধাওয়ার ঘটনায়ে ও জে সিম্পসনের সঙ্গে তার ফোর্ড ব্রঙ্কো গাড়িতে। কিন্তু ২০০১ সালের ১১ সেপ্টেম্বর ওয়ার্ল্ড ট্রেড সেন্টার হামলার ঘটনা সব এলোমেলো করে দেয়। রথ জানান সিকুয়েলের কাহিনী ১৯৯০ সালে সীমাবদ্ধ থাকার কথা ছিল। কাহিনীর শুরু হত ফরেস্টের ছেলে ফরেস্ট গাম্প জুনিয়রের (হ্যালি জ্যোল অজমেন্ট) স্বাস্থ্য নিয়ে। প্রথম ফিল্মে আভাস দেয়া হয় তার মা জেনি (রবিন রাইট) এইডসে মারা যায়। “এর শুরু ছোট ছেলেটির এইডস আক্রান্ত হবার বিষয় নিয়ে,” রথ বলেন। “এবং ফ্লোরিডাতে তার সহপাঠীরা তার সঙ্গে ক্লাস করতে চায় না। একটি মজার দৃশ্য ছিল যাতে কালো ও সাদা শিক্ষার্থীরা ফ্লোরিডায় একসঙ্গে বাসে করে স্কুলে যাচ্ছে। বর্ণসাম্যতা বা একজন এইডস আক্রান্ত শিশুর সঙ্গে বাসে ভ্রমণ করার বিরুদ্ধে জনতা ক্ষুব্ধ হয়ে ওঠে।” প্রথমটির মত সিকুয়েলেও বাস্তব ঘটনায় গাম্পের অংশগ্রহণ থাকত। “আমু তাকে ও.জে.’র সাদা ফোর্ড ব্রঙ্কোর পিছর সিটে রেখেছিলাম। গাম্প মাঝে মাঝে উপরের দিকে তাকাচ্ছিল, তবে কেউ তাকে দেখেনি, একসময় অবশ্য সবাই তাকে দেখতে পায়।”



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফরেস্ট গাম্প
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ