বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার পরিবার ও ভাড়াটে সন্ত্রাসী কর্তৃক কলেজ ছাত্র আরিফ হত্যা মামলার চার আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন; উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ গ্রামের শফিকুর রহমানের স্ত্রী রওশানা বেগম বুলু, মেয়ে নুরনাহার আক্তার লিমা, মৃত আবদুল করিমের ছেলে সাইফুল ইসলাম ও তার স্ত্রী ইলিমা। সোমবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
চৌদ্দগ্রাম থানার কর্তব্যরত অফিসার এসআই শরিফ জানান, মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নুরুজ্জামান হাওলাদারের নেতৃত্বে পুলিশ রোববার কলেজ ছাত্র আরিফ হত্যা মামলার চার আসামীকে গ্রেফতার করে। সোমবার দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়।
উল্লেখ্য, গত ৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় মুন্সিরহাট ইউনিয়নের বসন্তপুর গ্রামের প্রেম-সংক্রান্ত বিরোধে আরিফ হোসেন (২১) নামের এক কলেজছাত্রকে পিটিয়ে আহত করে প্রেমিকার পরিবার ও ভাড়াটে সন্ত্রাসীরা। একই গ্রামের আবদুল কাদের খোকনের ছেলে ও মুন্সিরহাট প্রকৌশলী ওয়াহিদুর রহমান ডিগ্রি কলেজের ডিগ্রি প্রথম বর্ষের ছাত্র। ১১ ফেব্রুয়ারি সোমবার দুপুরে ঢাকার একটি হাসপাতালে আরিফের মৃত্যু হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।