Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্বাধীনতা দিবস উপলক্ষে জাজিরায় ফ্রি চিকিৎসা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৫ মার্চ, ২০১৯, ৬:৫৩ পিএম

স্বাধীনতা দিবস উপলক্ষে শরীয়তপুরের জাজিরা উপজেলার চিঠারচর, কুণ্ডেরচর এলাকায়  গরিব দুস্থ সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়েছে।
এডঃ সুলতান হোসেন মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে আজ সারাদিন এ সেবামূলক কর্মসূচিতে মোট ৮ জন বিশেষজ্ঞ ডাক্তার প্রায় ১২শ রোগীকে চিকিৎসা সেবা প্রদানসহ ৭০০ জন রোগীকে বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়। 
শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর পৃষ্ঠপোষকতায় ও তত্ত্বাবধানে পরিচালিত এই চিকিৎসা সেবা দেয়া হয়। আয়োজকেরা জানান, জাজিরা ও শরীয়তপুর সদরের প্রত্যেকটি এলাকায় গরীব ও দুস্থদের মাঝে বিভিন্ন জনকল্যাণ কর্মসূচী পালন করে আসছে  এডঃ সুলতান হোসেন মিয়া ফাউন্ডেশন।  আগামীতেও এ ধরণের কর্মসূচী অব্যাহত থাকবে। 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ