Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গাজীপুরে র‌্যাবের অভিযান ৮ মামলার আসামি সন্ন্যাসী শওকত ফকির গ্রেফতার

গাজীপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৫ মার্চ, ২০১৯, ৩:৫৩ পিএম

গাজীপুরের শ্রীপুর উপজেলার ৮ মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি সন্ন্যাসী শওকত ফকিরকে গ্রেপ্তার করেছে র‌্যাব। 

র‌্যাব-১ এর কোম্পানি কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, উপজেলার মাওনা-চৌরাস্তা এলাকা থেকে রবিবার রাত সাড়ে ৯টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো. শওকত হোসেন ফকির (৩১) ওই এলাকার মো. আব্দুর রাজ্জাকের ছেলে।

র‌্যাবের এ কর্মকর্তা আরো জানান,শওকত দীর্ঘদিন ধরে শ্রীপুর উপজেলার মাওনা ও বিভিন্ন এলাকায় সন্ত্রাসী হামলা, মাদক ব্যবসা, অবৈধ ভূমি দখল, চাঁদাবাজি ও হত্যাসহ বিভিন্ন সময় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছিল। তার বিরুদ্ধে শ্রীপুর থানায় মাদক মামলাসহ মোট ৮টি মামলা রয়েছে; যার মধ্যে ৫টিতে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

“গোপন সংবাদের ভিওিতে খবর পেয়ে শওকতকে গ্রেপ্তার করা হয়।

সে একটি সংঘবদ্ধ সন্ত্রাসী দলের সক্রিয় সদস্য বলে র‌্যাবের জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ