বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বঙ্গবন্ধুর চেতনা ধারণ করলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন হবে না। ১৯৭২ সালের ১০ জানুয়ারি স্বদেশ প্রত্যাবর্তনের পূর্বে পালাম বিমানবন্দরে যাত্রা বিরতিকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে দিয়ে ভারতীয় সেনা বাহিনী প্রত্যাহারের প্রতিশ্রুতি আদায় করে বাংলাদেশকে প্রকৃত অর্থে স্বাধীন করেছেন। ৪৭ তম স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গতকাল রোববার বিকেলে বাংলাদেশ মুসলিম লীগ কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় নেতৃবৃন্দ একথা বলেন। দলের স্থায়ী কমিটির সদস্য আতিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তার বক্তব্যে দলীয় মহাসচিব কাজী আবুল খায়ের তিন দিকে ভারত বেষ্টিত বাংলাদেশের স্বাধীনতা ও জাতির স্বকীয়তা রক্ষার জন্য জনগণকে সদা সজাগ থাকার আহ্বান জানান। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মোঃ কুদরত উল্ল্যাহ, অতিরিক্ত মহাসচিব আকবর হোসেন পাঠান, কাজী এ এ কাফী, খোন্দকার জিল্লুর রহমান, আনোয়ার হোসেন আবুড়ী, এস.এইচ খান আসাদ, শহুদুল হক ভূঁইয়া, শেখ এ সবুর, নজরুল ইসলাম, এ্যাড. হাবিবুর রহমান প্রমুখ। সভা শেষে দেশ ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।