রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
নান্দাইলে পাওনা টাকা আদায়কে কেন্দ্র করে বন্ধুর হাতে বন্ধু খুন হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার পৌর এলাকার ঝাউগড়া গ্রামে।
জানা যায়, উত্তর চারিআনিপাড়া গ্রামের আবুল কাশেমের ছেলে সোহেল মিয়া (২৫) এবং ঝাউগড়া গ্রামের ওসমানের ছেলে সাহাব উদ্দিন দীর্ঘ দিনের বন্ধু। গত শনিবার বিকেল ৫ টার দিকে সাহাব উদ্দিন সোহেলকে মোবাইল ফোনে বাড়িতে ডেকে নেয়। পাওনা টাকা নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সাহাব উদ্দিন সোহেলকে এলোপাথারী কুপিয়ে মারাত্মক জখম করে। আশেপাশের মূমুর্ষ অবস্থায় সোহেলকে উদ্ধার করে নান্দাইল হাসপাতালে পাঠায়। অবস্থার বেগতিক দেখে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যায় বলে তার স্বজনরা নিশ্চিত করেন। এদিকে ঘাতক সাহাব উদ্দিন স্বেচ্চায় নান্দাইল মডেল থানায় আত্মসমর্পণ করে দায়িত্ব স্বীকার করে খুনের কারণ বর্ণনা করে। সাহাব উদ্দিন পুলিশকে জানায়, বন্ধুত্বের সুবাদে সোহেলের বোনের সাথে তার প্রেমের সর্ম্পক গড়ে উঠে এবং এ সুযোগে সোহেল সাহাব উদ্দিনের কাছ থেকে মোটা অংকের টাকা ধার নেয়। বর্তমানে টাকা ফেরৎ না দিয়ে তালবাহানা শুরু করে। এ ব্যাপারে নান্দাইল মডেল থানায় একটি হত্যা মামলা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।