Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ছাত্র হত্যায় উত্তাল সিলেট

বাসচাপায় সিকৃবি ছাত্র ওয়াসিম হত্যা : শিক্ষার্থীদের ৩ দিনের কর্মসূচি

সিলেট ব্যুরো ও মৌলভীবাজার জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৫ মার্চ, ২০১৯, ১২:০৭ এএম

বিক্ষোভে আটকা পড়ে মুহিতের গাড়ি

মৌলভীবাজারের শেরপুরে বাসচাপায় ছাত্র হত্যার ঘটনায় তিনদিনের কর্মসূিচ ঘোষণা করেছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গতকাল রোববার দুপুরে শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জন করে নগরের চৌহাট্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। দুপুর পর্যন্ত সড়ক অবরোধ করে বিক্ষোভ চলে। পরবর্তীতে পরীক্ষা স্থগিত, ক্লাস বর্জনসহ সিকৃবি শিক্ষার্থীদের ৩ দিনের কর্মসূচি ঘোষণা করে সড়ক অবরোধ ও বিক্ষোভ তুলে নেয়া হয়।
জানা যায়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ঘোরি মো. ওয়াসিম আব্বাসকে বাসচাপা দিয়ে হত্যার প্রতিবাদে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চৌহাট্টায় সড়ক অবরোধ করেন। রবিবার বেলা ১১টার দিকে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করেন ওয়াসিমের সহপাঠীরা। অবরোধে চৌহাট্টার চার দিকে শত শত গাড়ি আটকা পড়ে। এ সময় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
শিক্ষার্থীরা জানান, দুর্ঘটনার মামলা নয়, দুর্ঘটনার মামলাকে হত্যা মামলায় নিতে হবে। তিনদিনের মধ্যে মামলার বিচার প্রক্রিয়া শুরু করতে হবে। এ তিনদিন বিশ্ববিদ্যালয়ে সব ধরনের ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দেন শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীরা ওয়াসিমের হত্যার প্রতিবাদে বাসচালক ও হেল্পারকে আইনের আওতায় এনে দ্রæততম সময়ের মধ্যে ফাঁসি কার্যকর, ঘাতক উদার পরিবহন বাসের রুট পারমিট ও লাইসেন্স বাতিলের দাবি জানান। এছাড়া নিরাপদ সড়কের দাবিতে তারা কোন ফিটনেসবিহীন গাড়ি রাস্তায় চলতে পারবে না বলে হুঁশিয়ারি দেন। এদিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তারা একই সময় ক্যাম্পাসে মানববন্ধন করে চালক ও হেলপারের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদÐের ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার দাবি জানান।
সাবেক অর্থমন্ত্রীর গাড়ি আটকে দিল শিক্ষার্থীরা
চৌহাট্টায় শিক্ষার্থীদের সড়ক অবরোধের মুখে পড়েন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। এসময় আওয়ামী লীগের নেতাকর্মীদের অনুরোধেও সাবেক অর্থমন্ত্রী মুহিতের গাড়ি ছাড়েননি বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এর কিছুক্ষণ পর সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত গাড়ি থেকে নেমে হেটে আসেন শিক্ষার্থীদের মঞ্চে। তিনি শিক্ষার্থীদের আন্দোলনে দাবির প্রতি সমর্থণ জানিয়ে সংহতি প্রকাশ করেন। উপস্থিত শিক্ষার্থীরা তাকে সাধুবাদ জানান। পরবর্তীতে আওয়ামী লীগ নেতাদের অনুরোধের প্রেক্ষিতে শিক্ষার্থীরা সাবেক অর্থমন্ত্রীর গাড়ি ছেড়ে দেন।
এদিকে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে চলন্তবাস থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে হত্যার অভিযোগে উদার পরিবহনের চালক ও হেলপারকে গ্রেফতার করেছে পুলিশ। মৌলভীবাজার মডেল থানার ওসি সোহেল আহম্মদ জানান, উদার পরিবহনের চালক জুয়েলকে গতকাল রাত ১১ টায় সিলেটের কদমতলী বাস টার্মিনাল ও হেলপার মাসুককে রাত আড়াইটায় সুনামগঞ্জ জেলার ছাতকের জাউয়ার বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়। চালক ও হেলপারকে আজ আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হবে।
উল্লেখ্য, মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর মুক্তিযোদ্ধা চত্ত¡র এলাকায় চলন্ত বাসে কথা কটাকাটির জের ধরে হেলপারের ধাক্কায় বাসের নিচে চাপা পরে। স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত ওয়াসিম হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের রুদ্র গ্রামের মো. আবু জাহেদ মাহবুব ও ডা. মীনা পারভিনের ছেলে। তিনি সিকৃবির বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ছাত্র

২০ ফেব্রুয়ারি, ২০২৩
১১ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ