Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সুনির্দিষ্ট আশ্বাস ছাড়া রাজপথ ছাড়বেন না শিক্ষকরা

স্টাফ রিপোর্টার : | প্রকাশের সময় : ২৪ মার্চ, ২০১৯, ১২:০৮ এএম

সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্ট আশ্বাস না পেলে ননএমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশন আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। সংগঠনটির সাধারণ সম্পাদক বিনয় ভূষণ রায় বলেন, নন-এমপিও শিক্ষক-কর্মচারীরা এমপিওভুক্তির দাবিতে যে আন্দোলন করছে এ বিষয়ে আমরা সুনির্দিষ্ট আশ্বাস চায়। দাবি বাস্তবায়নে শিক্ষামন্ত্রী যদি প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করে কোন সুনির্দিষ্ট আশ্বাস দেন তাহলে তারা আন্দোলন ছেড়ে ক্লাসে ফিরে যাবেন। অন্যথায় রাজপথে অবস্থান নিয়ে আন্দোলন চালিয়ে যাবেন। জাতীয় প্রেসক্লাসের সামনে গতকাল (শনিবার) চতুর্থ দিনের মতো তাদের অবস্থান কর্মসূচি চালান। শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ না পেয়ে জাতীয় প্রেসক্লাসের সামনে এ অবস্থান কর্মসূচি শুরু করেন নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা। বিনয় ভ‚ষণ রায় বলেন, এক বছর আগে প্রধানমন্ত্রী আমাদের দাবি বাস্তবায়নের আশ্বাস দেয়ার পর আজও তা বাস্তবায়ন করা হয়নি। এ দাবিতে আমরা গত চারদিন ধরে টানা রাজপথে বসে আন্দোলন চালিয়ে যাচ্ছি। তিনি বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. সোহরাব হোসাইন আমাদের সঙ্গে আলোচনা করতে অফির্সাস ক্লাসে ডাকেন। তার সঙ্গে স্বাক্ষাৎ করতে কেন্দ্রীয় কমিটির ১৫ জন প্রতিনিধি যাই। এ সময় সচিব আমাদের বাড়ি ফিরে যেতে আহ্বান জানিয়ে বলেন, আগামী মাসে নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির ঘোষণা দেয়া হবে। এ প্রতিশ্রুতি দিয়ে আমাদের বাড়ি ফিরে যেতে বললেও আমরা তাতে সন্তুষ্ট নই। আমাদের দাবি আদায়ে ৩০ দফায় পদযাত্রা ও অবস্থান কর্মসূচি পালন করে শুধু আশ্বাস ছাড়া আর কিছু পাইনি। এ কারণে আমরা সচিবের আহ্বানে সন্তুষ্ট নই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাজপথ ছাড়বেন না শিক্ষকরা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ