Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঢাকা যেন টাইম বোমা না হয়

পুরান ঢাকায় র‌্যাব ডিজি

স্টাফ রিপোর্টার : | প্রকাশের সময় : ২৪ মার্চ, ২০১৯, ১২:০৮ এএম

র‌্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ বলেন, অসতর্কতার কারণে পুরান ঢাকার দাহ্য কেমিক্যাল গোডাউনগুলো একসময় টাইম বোমা ছিল। চুড়িহাট্টার অগ্নিকাণ্ডের পর সরকারের নির্দেশে সমস্ত গোডাউন অন্যত্র সরিয়ে নেওয়া হচ্ছে। ক্যামিকেল সরিয়ে সতর্কভাবে রাখবেন। অসতর্কতায় পুরো ঢাকা টাইম বোমায় পরিণত না হয়। গতকাল দুপুরে রাজধানীর পুরান ঢাকার বকশী বাজারে কারা কনভেনশন হলে কেমিক্যাল ব্যবসায়ীদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। আবাসিক এলাকা থেকে কেমিক্যালসহঝুঁকিপুর্ণ দাহ্য পদার্থের কারখানা অপসারণের লক্ষ্যে বিশেষ এই মতবিনিময় সভার আয়োজন করে র‌্যাব-১০।
বেনজীর আহমেদ বলেন, টাস্কফোর্সের অভিজানের পর বসায়ীরা কেমিক্যাল সরিয়ে বিভিন্ন আবাসিক এলাকায় রাখছেন বলে গোয়েন্দা তথ্য রয়েছে। অভিযানের ভয়ে কেউ নিজ বাসায় আবার কেউ তার আত্মীয়ের বাসায় এসব কেমিক্যাল রাখছেন। আগে কেবলমাত্র পুরান ঢাকা টাইম বোম্ব ছিল। এখন সারা ঢাকা যেন টাইম বোমায় পরিণত না করা হয়।
র‌্যাব ডিজি বলেন, কেমিক্যাল গোডাউন অপসারণে দেড়শ’ কোটি টাকার প্রজেক্ট সম্পন্ন হতে দুই বছর সময় লাগবে। আমাদের হাতে এত সময় নেই। আমরা চাই দুই মাসের মধ্যে এর সমাধান হোক। এজন্য ব্যবসায়ীদের প্রথাগত চিন্তার বাইরে গিয়ে সাহসিকতার সাথে কাজ করতে হবে। তিনি বলেন, ব্যবসায়ীরা অভিযান বন্ধ করতে বলছেন। যা আসলে সম্ভব নয়। আমরা কি দেশ থেকে আইন বন্ধ করে দিব? মানুষ হত্যা হবে আর আর আমরা কি আসামিকে গ্রেফতার করবো না? অভিযান চলবে তবে কোনও ব্যবসায়ী যেন অযথা হয়রানির শিকার না হয় সেদিকে নজর রাখা হবে। অন্যায়ভাবে কারও ক্ষতি না করে অভিযান চলমান থাকবে।
র‌্যাব ডিজি বলেন, আপনারা টাকা দিয়ে পণ্য কেনেন। এর সঙ্গে সংশ্লিষ্ট সব ডকুমেন্ট লিখিত দিতে হবে। সে সব ডকুমেন্টে উৎপাদনের মেয়াদ, কোম্পানির নামসহ সব গুরুত্বপূর্ণ তথ্যাদি থাকতে হবে। টাকা দিয়ে মেয়াদোত্তীর্ণ জিনিস কিনতে নিরুৎসাহিত করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঢাকা

২৮ ফেব্রুয়ারি, ২০২৩
১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ