Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজবাড়ীর চার উপজেলায় ভোট গ্রহণ আজ

রাজবাড়ী জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৪ মার্চ, ২০১৯, ১২:০৮ এএম

পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয়ধাপে রাজবাড়ী জেলার চারটি উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। উপজেলা গুলো হলো, রাজবাড়ী সদর, পাংশা, বালিয়াকান্দি ও গোয়ালন্দ। এরই মধ্যে গতকাল প্রতিটি কেন্দ্রে কেন্দ্রে পৌছে দেওয়া হয়েছে ব্যলট বাক্সসহ সকল প্রকার নির্বাচনী সরঞ্জাম।
শনিবার বেলা ১২ টার সময় রাজবাড়ী সদর উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা ও নির্বাহী অফিসারের কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে রাজবাড়ী সদর উপজেলার নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা হয়। এ সময় নির্বাচনী সরঞ্জামাদি বুঝে নেন প্রিজাইডিং অফিসারসহ পুলিশ ও আনসার সদস্যরা।
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের তথ্যমতে, রাজবাড়ীর চারটি উপজেলায় ৩৫টি ইউনিয়নে, ২৬৬টি কেন্দ্রে ১৭২৫টি কক্ষে ভোট গ্রহণ করা হচ্ছে। এই নির্বাচনে চার উপজেলায় ৯ জন চেয়ারম্যান প্রার্থী, ১৪জন ভাইস চেয়ারম্যান প্রার্থী ও ৮ জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

রোববার সকাল থেকে সারাদিন রাজবাড়ীর চার উপজেলায় ৬ লাখ ৯১ হাজার ৫শ’ ৮৬ জন ভোটার তাদের ভোটাধীকার প্রয়োগ করবে। এর মধ্যে পুরুষ ৩ লাখ ৪৯ হাজার ৫৫ জন ও মহিলা ৩ লাখ ৪২ হাজার ৫শ’ ৩১ জন। রাজবাড়ী সদর উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা ও নির্বাহী অফিসার মো. সাইদুজ্জামান খান জানান, নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সব ধরণের প্রস্তুুতি নেওয়া হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাজবাড়ীর চার উপজেলায় ভোট
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ