Inqilab Logo

শনিবার, ০১ জুন ২০২৪, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৩ জিলক্বদ ১৪৪৫ হিজরী

মোহন খানের ঈদের চার নাটকে ডি এ তায়েব

প্রকাশের সময় : ২০ মে, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : ঈদে প্রচারের জন্য চারটি এক ঘন্টার নাটক নির্মাণ করছেন মোহন খান। নাটকগুলোর শূটিং এখন কক্সবাজারে চলছে। চারটি নাটকেই নায়ক হিসেবে রয়েছেন জনপ্রিয় অভিনেতা ডি এ তায়েব। মোহন খান জানান, আমার চার নাটকে ডি এ তায়েব অভিনয় করছেন। আর নাটকগুলো নির্মিত হচ্ছে কক্সবাজারে। সাগরের প্রতি আমার প্রবল দুর্বলতা রয়েছে। তাই সাগরকে কেন্দ্র করে নাটকের শূটিং করি। ইতোমধ্যে দর্শক আমার এ ধরনের এক ঘণ্টার নাটক ও ধারাবাহিক দেখেছেন। ডি এ তায়েবের সঙ্গে অনেক কাজ করেছি। তিনি এমন একজন অভিনেতা যে চরিত্রের সাথে সহজে মিশে যেতে পারেন। গল্প ও চরিত্র যথাযথভাবে ফুটিয়ে তুলতে পারেন। চারটি নাটকের মধ্যে দুটির নাম ঠিক করা হয়েছে। একটি ‘সাগর মেঘ ও বৃষ্টি’। রচনা করেছেন মাহবুবা শাহরীন। অন্যটি ‘সাগর ক্ষমা করো আমায়’। এটি রচনা করেছেন মমর রুবেল। নাটক চারটিতে ডিএ তায়েবের বিপরীতে নায়িকা হিসেবে অভিনয় করছেন নওশীন, তানজিন তিশা, পিয়া ও নমিরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মোহন খানের ঈদের চার নাটকে ডি এ তায়েব
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ