মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করা এক টুইট বার্তায় স¤প্রতি উত্তর কোরিয়ার ওপর দেশটির আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা না করা বিষয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। শনিবার বিবিসিতে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ কথা জানা যায়। ট্রাম্প বলেছেন, তার দেশের অর্থ মন্ত্রণালয় স¤প্রতি উত্তর কোরিয়া সংক্রান্ত যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তিনি তা প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন। ট্রাম্প শুক্রবার এক টুইটার পোস্টে বলেন, “অর্থ মন্ত্রণালয় আমাকে আজ জানিয়েছে যে, উত্তর কোরিয়ার ওপর যেসব নিষেধাজ্ঞা রয়েছে তার সঙ্গে নতুন করে আরো বড় রকমের নিষেধাজ্ঞা আরোপ করা হবে। আমি আজই বাড়তি এসব নিষেধাজ্ঞা প্রত্যাহারের নির্দেশ দিয়েছি।” শুক্রবার মার্কিন অর্থ মন্ত্রণালয় উত্তর কোরিয়ার ওপর কোনো নিষেধাজ্ঞা আরোপ করেনি, তবে চীনা দুটি জাহাজ কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এ কোম্পানি দুটি মার্কিন নিষেধাজ্ঞা এড়াতে উত্তর কোরিয়াকে সাহায্য করছে বলে অভিযোগ তুলেছে আমেরিকা। নিষেধাজ্ঞা প্রত্যাহার সম্পর্কে হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি সারাহ হাকাবি স্যান্ডার্স ট্রাম্পের এ সিদ্ধান্তের প্রশংসা করে বলেন, “প্রেসিডেন্ট ট্রাম্প উত্তর কোরিয়ার চেয়ারম্যান কিমকে পছন্দ করেন এবং তিনি মনে করেন এই নিষেধাজ্ঞার দরকার নেই।” এর আগে মার্কিন অর্থ মন্ত্রণালয় বৃহস্পতিবার বলেছে, ডালিয়ান হেইবো ইন্টারন্যাশনাল ফ্রেইট কোম্পানি লিমিটেড এবং লিয়াওনিং ইন্টারন্যাশনাল ফরোয়ার্ডিং কোম্পাানি লিমিটেডকে মার্কিন অর্থ ব্যবস্থায় প্রবেশের অনুমতি দেয়া হবে না। দুই কোম্পানির সঙ্গে যেসব ব্যক্তি কাজ করছে তারাও এ শাস্তির আওতায় পড়বে। মার্কিন নিষেধাজ্ঞার আওতায় আনা দুটি কোম্পানিই চীনের। ফলে ট্রাম্পের টুইটার বার্তার আসল উদ্দেশ্য ও বাস্তবতা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে। অপর এক খবরে বলা হয়, উত্তর কোরিয়ার ওপর নিষেধাজ্ঞা এবং তা প্রত্যাহার করা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি টুইট বার্তা ব্যাপক বিভ্রান্তি ছড়িয়েছে। পিয়ংইয়ংয়ের সঙ্গে অবৈধ উপায়ে ব্যবসা চালিয়ে যাচ্ছে সন্দেহে মার্কিন অর্থ মন্ত্রণালয় বৃহস্পতিবার চীনভিত্তিক দুটি জাহাজ কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। পরদিন এক টুইটে ট্রাম্প জানান, তিনি উত্তর কোরিয়ার ওপর ‘অতিরিক্ত ব্যাপক নিষেধাজ্ঞা’ তুলে নিচ্ছেন। বিবিসি বলছে, মার্কিন প্রেসিডেন্টের এ অবস্থানকে অর্থ মন্ত্রণালয়ের দেওয়া সর্বশেষ নিষেধাজ্ঞার প্রতিক্রিয়া হিসেবেই ধরে নেন অনেকেই; যা ঠিক নয় বলে পরে নিশ্চিত করেন কর্মকর্তারা। ট্রাম্প উত্তর কোরিয়ার ওপর আরোপ করা কোনো নিষেধাজ্ঞা প্রত্যাহার করেননি বলেও জানিয়েছেন তারা। বিবিসি,পার্সটুডে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।