Inqilab Logo

মঙ্গলবার, ০২ জুলাই ২০২৪, ১৮ আষাঢ় ১৪৩১, ২৫ যিলহজ ১৪৪৫ হিজরী

ঘানায় দুটি বাসের সংঘর্ষে নিহত ৬৪

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ মার্চ, ২০১৯, ১২:০৯ এএম

পশ্চিম আফ্রিকার দেশ ঘানায় দুটি বাসের সংঘর্ষে কমপক্ষে ৬৪ জন নিহত হয়েছেন। এছাড়া এই দুই বাসে থাকা অন্য যাত্রীদের প্রায় সবাই আহত হয়েছেন। গ্রিনিচ মিন টাইম অনুসারে বৃহস্পতিবার দিনগত রাত দুইটায় দেশটির রাজধানী আক্রা থেকে ৪৩০ কিলোমিটার দূরবর্তী বোনো ইস্ট প্রদেশের কিটাম্পো শহরে এই সংঘর্ষের ঘটনা ঘটে বলে স্থানীয় পুলিশের বরাত দিয়ে জানিয়েছে যুক্তরাজ্যের গণমাধ্যম বিবিসি। জরুরি সেবা প্রদানকারী সংস্থাগুলো ইতোমধ্যে ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনার শিকার এই দুই বাসে আটকে থাকা যাত্রীদেরকে উদ্ধারের চেষ্টা করছে। প্রতিটি বাসে প্রায় ৫০ জন করে যাত্রী ছিল। সংঘর্ষের পর একটি বাসে আগুন ধরে যায়। যুক্তরাজ্যের গণমাধ্যম জানায়, উভয় যানবাহনে থাকা বেশিরভাগ যাত্রী ঘটনাস্থলে মারা গেছেন। যারা এখনও জীবিত আছেন, তাদেরকে দ্রুত হাসপাতালে নেয়া হচ্ছে। আরও জানায়, ঘানায় সড়ক দুর্ঘটনা একটি সাধারণ বিষয়। দেশটিতে প্রতিদিন গড়ে ছয়জন সড়ক দুর্ঘটনায় মারা যায়। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ