Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মানি মনস্টার

প্রকাশের সময় : ২০ মে, ২০১৬, ১২:০০ এএম

অস্কার বিজয়ী অভিনেত্রী জোডি ফস্টার পরিচালিত থ্রিলার ফিল্ম ‘মানি মনস্টার’। ‘বিভার’ (২০১১), ‘হোম ফর দ্য হলিডে’ (১৯৯৫) এবং ‘লিটল ম্যান টেইট’ (১৯৯১) ফস্টার পরিচালিত কয়েকটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। তিনি এছাড়াও কিছু টিভি চলচ্চিত্র পরিচালনা করেছেন।
মানি মনস্টার নামে একটি অনুষ্ঠান উপস্থাপনা করে লি গেটস (জর্জ ক্লুনি)। প্যাটি ফেন (জুলিয়া রবার্টস) প্রযোজিত অনুষ্ঠানটি অর্থ লগ্নি ব্যবসায় জড়িত সাধারণ মানুষের কাছে দারুণ জনপ্রিয়। তাদের কাছে গেটস ‘কেবল ফাইনেন্স গুরু’ নামে পরিচিত। মানুষ তার পরামর্শে দীর্ঘদিন ধরে উপকৃত হয়েছে, তবে তার পরামর্শ যে সবসময় নিখুঁত হয় তা নয়। এমনই এক পরিস্থিতিতে আইবিস গেøাবাল ক্যাপিটাল নামে একটি প্রতিষ্ঠানের ইলেক্ট্রনিক ত্রæটির কারণে তার পরামর্শ ব্যর্থ হয় আর বিনিয়োগকারীদের সব মিলিয়ে ৮০০ মিলিয়ন ডলার লোকসান হয়। এমন অবস্থায় অনেকে লোকসান মেনে নেয়। কিন্তু কাইল (জ্যাক ও’কনেল) নামে এক লোকসানের স্বীকার বিনিয়োগকারী এই বিপর্যয় মেনে নিতে পারে না। সে অনুষ্ঠানটির কলা কুশলীদের টিভি চ্যানেলের ভেতরেই জিম্মি করে। সে তার এই জিম্মি নাটক লাইভ দেখাতে বাধ্য করে। একদিকে পুরোর দৃশ্যই যখন জাতি টিভির পর্দায় নিবদ্ধ তখন সে তার সুবিধামত মুনাফার জন্য শর্ত জুড়ে দেয় সে। হুমকি দেয় তার দাবী মানা না হলে গেটকে হত্যা করবে সে। টিভি অনুষ্ঠানটি রেটিং যখন প্রায় আকাশ ছুঁইছুঁই অনেকে সন্দিহান হয়ে ওঠে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মানি মনস্টার

২০ মে, ২০১৬
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ